এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করবে কমিশন? ভয়ঙ্কর দাবি শুভেন্দুর!

তৃণমূলকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করবে কমিশন? ভয়ঙ্কর দাবি শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি ষষ্ঠ দফার নির্বাচন সমাপ্ত হয়েছে। যেখানে শুভেন্দু অধিকারীর নিজের গড়েও এই নির্বাচন হয়েছে। তবে দফায় দফায় অশান্তি করার চেষ্টা করেছে এই রাজ্যের শাসক দল। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। এরা হচ্ছে নর্দমার কীট। নির্বাচন কমিশনের এই দলকে নিষিদ্ধ করা উচিত ছিল।” স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে নির্বাচনের মধ্যে রীতিমত নয়া অস্বস্তীর মুখে এই রাজ্যের শাসক দল। তবে বিরোধী দলনেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!