এখন পড়ছেন
হোম > অন্যান্য > আইপিএলের আগে কেমন হচ্ছে খেলার শেষমুহূর্তের প্রস্তুতি? কিভাবে হবে খেলার কমেন্ট্রি? জেনে নিন !

আইপিএলের আগে কেমন হচ্ছে খেলার শেষমুহূর্তের প্রস্তুতি? কিভাবে হবে খেলার কমেন্ট্রি? জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএল শুরু হতে আর কিছু দিনের অপেক্ষা। তাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে খেলার শেষ প্রস্তুতি। তবে যেহেতু এবার করোনা সতর্কতার জন্য খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে, তাই দর্শকের খেলার খবর জানতে ভরসা কমেন্ট্রি। এটি তাই কমেন্ট্রিকে জোরদার করতেই এবছর কোনো খামতি রাখেনি ক্রিকেট কর্তৃপক্ষ। সেই নিয়েই এবারের সামনে এসেছে অনেক নতুন খবর।

জানা গেছে, এবারের খেলা টেলিকাস্টের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। আর তাই ইতিমধ্যেই তারা আগামী দু’মাসের জন্য মুম্বইয়ে এক পাঁচ তারা হোটেলে প্রায় সাড়ে তিনশোটি ঘর নিয়ে নিয়েছে। এখানেই হবে স্টুডিও। আর স্টুডিও থেকে বিভিন্ন ভাষায় কমেন্ট্রি হবে বলেই জানা গেছে। তবে তার জন্য আলাদা আলাদা টিম ঠিক করা হয়েছে। জানা গেছে, আমিরশাহীতে যে রকম সেট আপ করা হয়েছে, ঠিক সেরকমই সেট আপ হয়েছে মুম্বইতেও। এখানে ইরফান পাঠান থেকে শুরু করে ব্রায়ান লারা, প্রত্যককেই থাকতে হবে বায়ো বাবলে। তবে এর আগেও খেলার নিয়ম মত প্রত্যেকেই কোয়ারেন্টাইনে ছিলেন বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ক্রিকেটারদের সঙ্গে আইপিএলে নতুন অভিজ্ঞতা হতে চলেছে, ধারাভাষ্যকরদেরও। কারণ তাদেরও প্রচুর বিধিনিষেধ মেনে থাকতে হচ্ছে বলে জানা গেছে। সেক্ষেত্রে, কেউ বায়ো বাবলের বাইরে যেতে পারবেন না। ক্রিকেটারদের যেমন কোয়ারেন্টাইন পর্বে কেউ কারও সঙ্গে দেখা করতে পারেননি, ধারাভাষ্যকরদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই করতে হয়েছে। তবে শুধু কোয়ারেন্টাইন পর্ব নয়, কমেন্ট্রির একটা টিম আর একটা টিমের সঙ্গে দেখা করতে পারবে না। সেক্ষেত্রে প্রত্যেক টিমের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ করা হয়েছে বলেও জানা গেছে। অর্থাৎ একই স্টুডিওতে থাকলেও ইরফান পাঠান বা ব্রেট লি’রা একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন না। এছাড়াও একটা নির্দিষ্ট দূরত্ব মেনেই সকলকে বসতে হবে।

সেই সঙ্গে, এবারের আইপিএল কমেন্ট্রিতে অভিনব মুকুন্দদের মতো বেশ কিছু ক্রিকেটারদেরও দেখা যাবে বলে মনে করা হচ্ছে, যাঁরা এখনও নিয়মিত খেলছেন বলেই জানা যায়। তবে প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদও যে থাকছেন সেকথাও জানা গেছে। তবে তাঁর যে আগেও আইপিএলে কমেন্ট্রির অভিজ্ঞতা রয়েছে সে কথাই তিনি ফোনে জানিয়েছেন। তবে এবারের অভিজ্ঞতা যে একটু অন্যরকম হতে চলেছে সেই আশাই করছেন তিনি। তবে সুরক্ষা ব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেছেন বায়ো বাবলেই থাকতে হবে আপাতত। এছাড়াও অনেক নিয়ম রয়েছে। তবে সবটাই যে তাঁদের সুরক্ষার কথা ভেবেই সেকথাই তিনি স্বীকার করে নিয়েছেন।

তবে এবার হয়ত আইপিএলে নতুন চমক হিসেবে থাকতে পারবে হরভজন সিং। তবে চেন্নাইয়ে সিএসকে ক্যাম্পে না থাকলেও পরে তিনি আমিরশাহী যেতে পারেন বলেই জানা গেছে। খেলার প্রসঙ্গে তিনি নিজেই জানান যে ব্যক্তিগত কারণের জন্য এবার তিনি আইপিএল খেলবেন না। কিন্তু মাঠে না নামলেও আইপিএল ডাগআউটে তাঁকে দেখা যেতেই পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ক্রিকেটার হিসাবে নয়, ধারাভাষ্যকর হিসাবে। এর আগে কমেন্ট্রি করলেও আইপিএলে কমেন্ট্রি তাঁর এই প্রথম। তবে ব্রডকাস্টার কতৃপক্ষের তরফে অবশ্য এখনই এটা নিয়ে কিছু জানা না গেলেও হরভজন সিংকে কমেন্ট্রির সেটে দেখা যেতেই পারে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!