এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা নিয়ে বড়সড় স্বস্তি তৃণমূলের, চাপে বিজেপি!

ত্রিপুরা নিয়ে বড়সড় স্বস্তি তৃণমূলের, চাপে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি ত্রিপুরা রাজ্য নিয়ে নিজেদের তৎপরতা শুরু করে তৃণমূল কংগ্রেস যেখানে পশ্চিমবঙ্গের কায়দাতেই ত্রিপুরা দখল করতে কি কি পরিকল্পনা দরকার তা নিয়ে সেখানে পৌঁছে যান প্রশান্ত কিশোরের টিমের 23 জন সদস্য। আর এই ঘটনা ত্রিপুরা প্রশাসনের কাছে পৌঁছতেই তাদের ওপর চাপ সৃষ্টি করে একটি হোটেলে তাদের আটক করে রাখা হয়। যার প্রতিবাদে সোচ্চার হতে শুরু করে তৃণমূল কংগ্রেস। বাংলা থেকে একের পর এক তৃণমূল সাংসদ থেকে শুরু করে হেভিওয়েট মন্ত্রীরা ত্রিপুরা গিয়ে তাদের প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপি সরকারের বিরুদ্ধে। যার ফলে চাপ ক্রমশ বৃদ্ধি পায় গেরুয়া শিবিরের।

আগামীকাল অর্থাৎ শুক্রবার ত্রিপুরা যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগেই বড়সড় স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। যেখানে একটি মামলার পরিপ্রেক্ষিতে কার্যত আটক করে রাখা প্রশান্ত কিশোরের টিমের 23 জন সদস্যের জামিন মঞ্জুর হয়ে গেল। প্রসঙ্গত উল্লেখ্য, আগরতলা এসডিএমের পক্ষ থেকে এই 23 জন আইপ্যাকের কর্মীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতেই তাদের জামিনের আবেদন জানানো হয়েছিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। অবশেষে সেই 23 জন কর্মী জামিনের আবেদন মঞ্জুর করল আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে তৃণমূল ত্রিপুরাতে সংগঠন বিস্তারের জন্য এই প্রশান্ত কিশোরের টিমের সাহায্য নিয়ে এগিয়ে গেলেও, তাদের এভাবে আটক করে রাখার পেছনে বিজেপির পরিকল্পনা রয়েছে বলেই দাবি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই প্রশান্ত কিশোরের টিমের সদস্য জামিনে মুক্ত হয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেস বাড়তি অক্সিজেন পেয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে আটক করে রেখে তৃণমূলের সংগঠন বিস্তারের বাধা দেওয়ার চেষ্টা হলেও, তা অনেকটাই ব্যাকফুটে চলে গেল বলেই দাবি একাংশের।

পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস চাইছে, সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার লাভ করতে। আর সেই মতো করেই 2023 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে সেখানে সংগঠনকে পাকাপোক্ত করতে প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা তৃণমূলের পক্ষে কাজ করার জন্য ত্রিপুরাতে পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপরেই তাদেরকে প্রতিহিংসাপরায়ণ হয়ে বিজেপি প্রশাসন আটক করে দেয় বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। এমনকি এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির ওপর চাপ বৃদ্ধি করতে তৃণমূলের পক্ষ থেকে বাংলার হেভিওয়েট নেতা নেত্রীরা ত্রিপুরা যেতে শুরু করেন। শুরু হয় প্রতিবাদ।

তবে এবার তৃণমূলকে স্বস্তি দিয়ে আদালতের পক্ষ থেকে জামিন মঞ্জুর করা হল সেই 23 জন আইপ্যাক কর্মীর। যার ফলে আগামী দিনে ত্রিপুরাতে সংগঠন বিস্তারের ক্ষেত্রে তৃণমূল যেমন অনেকটাই লাভবান হবে, ঠিক তেমনই গেরুয়া শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে দিতেও সক্ষম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!