জল্পনা বাড়িয়ে সৌমিত্র খাঁকে নিয়ে টুইটারে পোস্ট, বিজেপিতে যাচ্ছেন কি, অপর এই সংসদ রাজ্য January 9, 2019 আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে হেভিওয়েট তৃণমূল সংসদ সৌমিত্র খাঁ যোগ দিয়েছেন। আর যোগ দিয়েই বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন দলের বিরুদ্ধে। যার পরেই তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে।আর এর পরেই জল্পনা বাড়িয়ে আর এক সংসদ অনুপম হাজরা একটি টুইট করেন। বোলপুরের সাংসদ অনুপম হাজরা সেখানে লেখেন… গত চার বছর ধরে জেলা’য় একটা’ও কোন রাজনৈতিক program’e ডাক না পেয়ে’ও…জেলা’তে completely politically handicapped হয়েও… দিদি’র প্রতি পূর্ণ আস্থা রাখি আর তুই পারলি না…!!! …Shocking…!!! যাই হোক.. ভালো থাকিস বন্ধু…!!! আর এর পরেই জল্পনা উঠে যে,এটা কি সৌমিত্র খাঁকে বললেও আদতে দিদির কানেই কতটা তুললেন যে তিনিও বঞ্চিত হচ্ছেন। তাঁরও সেই একই অভিযোগ যে অভিযোগে সদ্য দল ছাড়ছেন সৌমিত্রবাবু। আর তার থেকেও বড় কথা হলো রাজনৈতিকমহলে জোর জল্পনা যে তিনিও কি এবার বিজেপির পথে? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পরিষ্কার ‘না’ না করে তিনি জল্পনা বাড়িয়ে উত্তর দেন “উত্তর সময় বলবে।” ফলে চাপাবারলো তৃণমূলের। আর এদিকে এর পরেই তাঁকেও দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূলের তরফ থেকে। একই দিনে ২ দলীয় সাংসদকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। https://twitter.com/tweetanupam/status/1082955342282014720 প্রসঙ্গত, এর আগেও নানাবিধ বক্তব্য ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুপমবাবুর পোস্ট ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। যা নিয়ে বিপাকে পড়তে হয়েছিল শাসকদলকে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও এই নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে। আপনার মতামত জানান -