এখন পড়ছেন
হোম > জাতীয় > মাস্টারস্ট্রোক দিলেন নেত্রী, বিজেপিকে আটকাতে কি বাঙালির এই ব্যাগ নিয়ে মোদিকে চিঠি?

মাস্টারস্ট্রোক দিলেন নেত্রী, বিজেপিকে আটকাতে কি বাঙালির এই ব্যাগ নিয়ে মোদিকে চিঠি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী 2022 সালের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মতিথি। স্বাভাবিক ভাবেই আগামী 2021 সাল থেকেই রাজ্য এবং জাতীয় স্তরে তা বর্ষব্যাপী উদযাপন করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই এই পরিস্থিতিতে নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রধানমন্ত্রীকে দুটি চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে 125 তম জন্মদিনের প্রাক্কালে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা এবং এই নেতাজির অন্তর্ধান নিয়ে শেষ পর্যন্ত কেন্দ্র কি পদক্ষেপ নিল, তা সকলকে জানানোর দাবি করেছেন বাংলার প্রশাসনিক প্রধান।

স্বাভাবিকভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সুস্পষ্টভাবে দুটি দাবি জানানোয় এখন নতুন করে জল্পনা তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। একাংশ বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে আবেগকে উস্কে দিয়ে বিজেপিকে কিছুটা চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাঙালির আবেগ নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের কাছে এই ধরনের চিঠি লিখে বাঙালির ভাবাবেগকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “নেতাজি সংক্রান্ত কিছু গোপন ফাইল রাজ্য সরকার ইতিমধ্যেই সাধারণের জন্য ডিক্লাসিফাই করেছে। এবার কেন্দ্রের উচিত এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া।” পর্যবেক্ষকরা বলছেন, মাঝেমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় বিজেপি বাংলা বিদ্বেষী রাজনৈতিক দল। তাই এই পরিস্থিতিতে বাংলার মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের আগেই তাকে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি কেন্দ্রের কাছে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে কিছুটা চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন।

কেননা বিজেপি এখন বাংলাকে পাখির চোখ করে এগোতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে তিনি নেতাজির জন্ম জয়ন্তীকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করে বোঝানোর চেষ্টা করলেন যে, বাংলার এই বীর মনিষীর রাজ্য সরকার কতটা ওয়াকিবহাল। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি জানানোয় কেন্দ্রের পক্ষ থেকে‌ যদি সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে বিজেপির নীতি নিয়ে প্রশ্ন উঠতে পারে। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের চিঠি বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলতে শুরু করেছেন, নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বাধতে শুরু করেছে। বারবার কেন্দ্রের কাছে এই ব্যাপারে ফাইল প্রকাশ করার দাবি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই রাজ্য সরকার বেশকিছু ফাইল প্রকাশ করেছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে সেই ফাইল প্রকাশ না করায় এবার তা যাতে দ্রুত করা হয়, তার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একদিকে নেতাজির জন্ম জয়ন্তীকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা এবং অন্যদিকে তার অন্তর্ধানের ফাইল প্রকাশ করার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কিছুটা চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন বলেই মত বিশ্লেষকদের। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীকে লেখা ঐই চিঠি আগামী দিনে কোন পরিস্থিতির সৃষ্টি করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!