এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে স্বস্তির নিঃশ্বাস রাজ্য সরকারের, এবার শিক্ষামন্ত্রী নিয়োগ নিয়ে করলেন বড় ঘোষণা

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে স্বস্তির নিঃশ্বাস রাজ্য সরকারের, এবার শিক্ষামন্ত্রী নিয়োগ নিয়ে করলেন বড় ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রাথমিকে নিয়োগ নিয়ে ব্যাপক টালাবাহানার পর এবার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট। খুব শিগগিরই উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। কার্যত একের পর এক আইনি জটিলতার কারণে এতদিন আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগেই বেকার সমস্যা নিয়ে ব্যাপক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই নির্বাচনে জিতে দায়িত্ব নেবার পরেই স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু সেখানেও সমস্যা তৈরি হয়।

দুর্নীতির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয় এবং আদালত স্থগিতাদেশ জারি করে নিয়োগে। এই অবস্থায় নিয়োগ-প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যেতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত স্থগিতাদেশ তুলে নেওয়ায় বড়োসড়ো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্য সরকার। নতুন ইন্টারভিউ তালিকা অনুযায়ী খুব শিগগিরই নিয়োগ করা হবে। অন্যদিকে, আজকে একটি বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এবার থেকে প্রতিবছর শিক্ষক নিয়োগের জন্য টেট এবং এসএসসি পরীক্ষা নেওয়া হবে। ও প্রতি বছর শিক্ষক নিয়োগ করা হবে। কার্যত চাকরিপ্রার্থীদের পরীক্ষা না হওয়া নিয়ে বড় একটা ক্ষোভ ছিলই। তাই শিক্ষামন্ত্রীর ঘোষণা তাঁদের ক্ষোভ প্রশমিত করবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ দেরিতে হওয়ার দরুণ চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ বছর ছাড় দিতে হবে এসএসসি কর্তৃপক্ষকে। দীর্ঘ 6 বছর ধরে এসএসসি নিয়োগ বন্ধ রয়েছে। 2015 সালে শেষ পরীক্ষা হয়েছিল। তার ফল প্রকাশ হয়েছিল 2016 সালে। 14399 টি শূন্য পদে নিয়োগের কথা থাকলেও কার্যত টেট পরীক্ষায় পাস করেছেন মোট 2 লক্ষ 28 হাজার 660 জন। এই অবস্থায় 2019 এ ইন্টারভিউ তালিকা ও মেধা তালিকা প্রকাশিত হয়। কিন্তু মেধাতালিকা নিয়ে সমস্যা হওয়ায় 2020 সালে কলকাতা হাইকোর্ট প্যানেল খারিজ করে দেয়।

এরপর আবারও গত 21 শে জুন সাড়ে 15 হাজার প্রার্থীর ইন্টারভিউ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগ করে হাইকোর্টের তরফ থেকে নিয়োগে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে যেভাবে টেট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা নিয়ে আশার আলো দেখালেন তা যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত হাজার হাজার চাকরিপ্রার্থীদের দুশ্চিন্তার অবসান কি আদৌ হতে চলেছে? সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!