এখন পড়ছেন
হোম > জাতীয় > উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে সরকার গঠনের ফর্মুলা প্রায় করে ফেলল সেনা- এনসিপি-কংগ্রেস

উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে সরকার গঠনের ফর্মুলা প্রায় করে ফেলল সেনা- এনসিপি-কংগ্রেস


 

কথা ছিল, বিজেপি-শিবসেনাই জোট করে সরকার গঠন করবে। কিন্তু শেষ পর্যন্ত যেভাবে নাটকীয় পরিস্থিতি তৈরি হল, তাতে তা সম্ভব হয়নি। আর এবার মহারাষ্ট্রে অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে তিন রাজনৈতিক দলের বৈঠক তীব্র জল্পনা বাড়িয়ে দিল। সূত্রের খবর, ইতিমধ্যেই শরদ পাওয়ারের দল এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা এক সঙ্গে বৈঠক সেরে নিয়েছে। যেখানে অভিন্ন কর্মসূচির ব্যাপারে তাদের চূড়ান্ত খসড়া তৈরি হয়ে গিয়েছে বলে খবর।

ইতিমধ্যেই এই খসড়া তিন দলের সভাপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর দলের শীর্ষ নেতৃত্ব যদি এই সীলমোহর দিয়ে দেয়, তাহলে মহারাষ্ট্রে দলের উদ্যোগে সরকার গঠন করা শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। কিন্তু সোনিয়া গান্ধী শেষ পর্যন্ত তাহলে শিবসেনাকে সমর্থন দিলেন! এখন তা নিয়েই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

জানা গেছে, উগ্র হিন্দুত্ব নিয়ে সতর্ক থাকার স্বার্থেই এখন শিবসেনাকে কংগ্রেস শর্ত দিয়েছে। আর সেদিক থেকেএই ইস্যুতে যদি শিবসেনা ভবিষ্যতে কোনো এজেন্ডা গ্রহণ করে, তাহলে কংগ্রেস- শিবসেনার জোটে ফাটল ধরতে পারে বলে মনে করছে একাংশ। এদিকে শিবসেনা এবং কংগ্রেসের মধ্যে সেতুবন্ধনের ভূমিকায় রয়েছেন শরদ পাওয়ার। ইতিমধ্যেই তার সাথে শিবসেনার উদ্ধব ঠাকরের কথা হয়ে গিয়েছে বলে খবর।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিধানসভা ভাঙা হয়নি। ফলে আগামী 6 মাসের মধ্যে যে কোনো দল সরকার গড়ার ব্যাপারে রাজ্যপালের কাছে দাবি জানাতেই পারে। আর এই পরিস্থিতিতে শিবসেনা এনসিপি এবং কংগ্রেসের এই বৈঠক প্রবল জল্পনা বাড়িয়ে দিল রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে শিবসেনা 56, এনসিপি 54 এবং কংগ্রেস 44 টি আসন পেয়েছে। তাই সেদিক থেকে বিজেপিকে চাপে রাখতে যদি এই তিন দল সরকার গঠন করে, তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, বৃহত্তম দল হিসেবে এবং বিজেপিকে চাপে রাখতে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে কোনো আপত্তি করেনি কংগ্রেস এবং এনসিপি।

বিশেষজ্ঞরা বলছেন, এবার মহারাষ্ট্রে অত্যন্ত সুবিধাজনক জায়গায় রয়েছে শিবসেনা। তাদের সমর্থন না পেলে কোনো দলের পক্ষেই সরকার গঠন করা সম্ভব হবে না। তাই সেদিক থেকে প্রথমে বিজেপিকে ফিফটি-ফিফটি মন্ত্রিসভার ফর্মুলা দিয়েছিল তারা। কিন্তু তাতে বিজেপি রাজি না হওয়ায় এবার এনসিপি এবং কংগ্রেস শিবসেনাকে নিজেদের দিকে টানতে চাইছে।

ইতিমধ্যেই তিন দলের বৈঠক সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য এনসিপি এবং কংগ্রেস সেই শিবসেনাকে মুখ্যমন্ত্রী করার কথা বলায় শিবসেনা আদৌ গলে কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!