তবে কি হাল ছেড়ে দিলো কংগ্রেস নির্বাচনী প্রচার নিয়ে উঠছে প্রশ্ন রাজ্য January 14, 2018 তবে কি হাল ছেড়ে দিলো কংগ্রেস নির্বাচনী প্রচার নিয়ে উঠছে প্রশ্ন। আসন্ন লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনীর প্রচারে গা ঢিলেমির মনোভাব দেখা দিচ্ছে। মনোনীত প্রার্থীর জন্য প্রচারে উৎসাহ দেখানো বা জোর কদমে প্রচার তো দূরে থাকে কোনো প্রাথমিক বৈঠক পর্যন্ত করেননি কংগ্রেস নেতারা। জানা গেছে যে নোয়াপাড়া কেন্দ্রের জন্য এবার তহবিলের টাকা জোগাড় করতে হবে নিজেদের। এআইসিসির পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। দলের এক নেতার বললেন, ‘‘মুখে আমরা বিজেপি ও তৃণমূলকে রোখার কথা বলছি। উপনির্বাচনে শাসক দল তৃণমূল বাড়তি সব রকম সুবিধা পাবে। কিন্তু বিজেপি এক একটা উপনির্বাচনের জন্যও যা মনোযোগ দিচ্ছে, হয়ে কংগ্রেস কি তা দিচ্ছে?’’প্রসঙ্গত,গুজরাট ভোটে দ্বিতীয় স্থান লাভ করবার পর বাংলায় নিজেদের ঘাঁটি গড়বার স্বপ্ন দেখছে কংগ্রেস।কিন্তু কার হাত ধরে রাজ্যে দলকে এগিয়ে যাবে দল তা নিয়ে দলের নেতাদের বাড়ছে চিন্তা। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলছেন, ‘‘এখানে আমাদের কেউ সাহায্য করবে না। ভিক্ষে করেই যা লড়াই করার, করতে হবে!’’দলের থেকে গুঞ্জন শোনা উঠেছে,দুটি শিবিরে বিভক্ত বাংলার কংগ্রেস গোষ্ঠী একদিকে সভাপতি পদের স্থিতাবস্থা বজায় রেখেছে এবং অন্যদিকে কোনো পরিবর্তনই ঘটায়নি।এই সকল বিষয়ে ব্যস্ত এআইসিসি আগামী নির্বাচনী জন্য নজরই দিচ্ছেন ঠিক করে। আপনার মতামত জানান -