এখন পড়ছেন
হোম > রাজ্য > “উন্নয়নের জোয়ারে” দু-এক পশলা বৃষ্টিতেই ধুয়েমুছে সাফ স্কুলের নীল- সাদা রঙ, বাড়ছে ক্ষোভ

“উন্নয়নের জোয়ারে” দু-এক পশলা বৃষ্টিতেই ধুয়েমুছে সাফ স্কুলের নীল- সাদা রঙ, বাড়ছে ক্ষোভ


সরকারের স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে সম্প্রতি গোটা রাজ্যের প্রায় সমস্ত স্কুলগুলিতে নীল সাদা রঙে রাঙিয়ে তোলা হয়েছে। যেখানে বাঁকুড়া জেলাও ব্যাতিক্রম নয়। তবে সামান্য বৃষ্টিতেই এই জেলারই এক স্কুলে সরকারের করা সেই রং একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গেল। সূত্রে জানা গেছে, সরকারি কাজের টাকা বাগে আনার অভিযোগ উঠেছে এই কাজের তদারকি করা ঠিকাদারের বিরুদ্ধে। শিক্ষকদের তরফে এ নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি ও তদন্তের দাবিও করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জেলার শিক্ষাদপ্তর সূত্রে জানা গেছে, পঞ্চায়েতের আগে বাঁকুড়ার সমস্ত বিদ্যালয় নীল সাদা রং করার জন্য রাজ্য সরকারের তরফে জেলার সর্বশিক্ষা মিশনে সাড়ে সাত কোটি টাকা আসলে তা ব্লকভিত্তিক ভাবে ভাগ করে দেওয়া হয়। যার দ্বায়িত্বে ছিলেন বিডিওরাই। জানা যায়, বিডিওদের নির্বাচিত ঠিকাদারেরা স্কুল গুলিতে রং করা শুরু করলে সর্বশিক্ষা মিশন জানিয়ে দেয়, তিন বছরের মধ্যে রং করলে সেই স্কুলের নাম বাতিল হবে এবং পাঁচ বছরে কোনো বিদ্যালয় ভবন তৈরি হলেও তাতে করা যাবে না এই রং। অভিযোগ, ঠিকাদারদের তরফে হঠাৎ করে এই রং করার উদ্যোগ নেওয়ায় জেলার বেশ কয়েকটি বিদ্যালয় এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। এত তাড়াতাড়ি রং উবে যাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বাঁকুড়ার পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তিনি বলেন, ” ঠিকাদার না পেয়ে এলাকার বিডিও স্থানীয় লোক দিয়ে স্কুল রং করার কথা বললে তাতে রাজি হইনি। পরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিছু যুবক এই রং করলেও গরমের ছুটির পর এসে দেখি প্রায় সব রং উঠে গেছে।” এদিকে এ নিয়ে বাঁকুড়া-2 নং ব্লকের বিডিও অমরেশচন্দ্র দাস বলেন, ” এই স্কুলের ঘটনাটি আমার নজরে এসেছে। ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। তবে রং করার সময় স্কুলের প্রধান শিক্ষকের দেখে নেওয়া উচিত ছিল। তবে এতসবের মধ্যেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সরকারের তরফে পাঠানো স্কুল রংয়ের জন্য কোটি কোটি টাকা এভাবে নষ্ট হলে বিদ্যালয়ের উন্নতি হবে কীভাবে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!