এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে পরিবর্তন রথযাত্রার সূচনায় অমিত শাহ, ব্যস্ততা তুঙ্গে গেরুয়া শিবিরে

উত্তরবঙ্গে পরিবর্তন রথযাত্রার সূচনায় অমিত শাহ, ব্যস্ততা তুঙ্গে গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ঊনিশের লোকসভা নির্বাচনের সময় থেকেই পরবর্তী বিধানসভা নির্বাচন অর্থাৎ 21 এর বিধানসভা নির্বাচনের দিকেই লক্ষ্য স্থির করেছে গেরুয়া শিবির। রাজ্যের মসনদ দখল করতে তাঁরা মরিয়া। অন্যদিকে লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া শিবির উল্লেখযোগ্য ফল করায় কেন্দ্রীয় গেরুয়া শিবিরের নজর পড়ে বাংলায়। আর তারপর থেকেই তোড়জোড় শুরু হয় বাংলার মসনদ দখলের। ইতিমধ্যে বঙ্গ বিজেপির সাথে সাথে কেন্দ্রীয় বিজেপি নেতারাও একের পর এক রাজ্যে আসছেন প্রচারে অংশ নিতে। জনসংযোগের কথা নজরে দেখে ইতিমধ্যে গেরুয়া শিবির শুরু করেছে রাজ্যজুড়ে পরিবর্তন রথযাত্রা।

যদিও এই রথযাত্রা নিয়ে ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গেলেও সংঘাত এড়াতে প্রশাসন রথযাত্রা করতে দিচ্ছে বলেই জানা যাচ্ছে। রাজ্যের পাঁচটি জোনে পরিবর্তন রথযাত্রা করছে বিজেপি। আর এবার উত্তরবঙ্গে শুরু হতে চলেছে গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রা। এই উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি নেতা অমিত শাহের হাত দিয়ে হবে বলে শোনা যাচ্ছে। যে কারণে আগামী 11 ই ফেব্রুয়ারি আবারও রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। জানা যাচ্ছে, এধরনের রথযাত্রা করতে গেলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়। সে ক্ষেত্রে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এই পরিবর্তন রথযাত্রার জন্য দু’ধরনের অনুমতি লাগে।

সভার অনুমতি নিতে হবে পুলিশের কাছ থেকে, আর সভার জন্য মাঠের অনুমতি নিতে হবে ভূমি ও রাজস্ব দপ্তরের কাছ থেকে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, গেরুয়া শিবিরের সভা নিয়ে তাঁদের কোনো আপত্তি বা অসুবিধা কোনটাই নেই। কিন্তু কথায় বলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। ঠিক এই অবস্থায় এখন পড়েছে বিজেপি। কারণ লোকসভা নির্বাচনের সময়ও কোচবিহার থেকেই বিজেপির রথযাত্রা উদ্বোধন করার কথা ছিল অমিত শাহের। কিন্তু সে সময় হাইকোর্টের নির্দেশে রথযাত্রা বাতিল করতে হয় গেরুয়া শিবিরকে। এবারেও সেরকম কিছু হবে না তো? 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিজেপি সূত্রের খবর, পুরনো কথা ভুলে গিয়ে তাঁরা নতুন করে পরিবর্তন রথযাত্রা কর্মসূচি পালন করতে চলেছে। প্রশাসনের তরফ থেকেও কিন্তু বিজেপির রথযাত্রা কে স্বাগত জানানো হয়েছে। আগামী 11 ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের রথযাত্রার সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে এখন গেরুয়া শিবিরের ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যেই কর্মসূচির আবেদন নিয়ে বিজেপির পক্ষ থেকে নবান্নে চিঠি পাঠানো হয়েছিল। তবে নবান্নর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অনুমতি স্থানীয় প্রশাসনের কাছ থেকেই নিতে হবে। নবান্নের চিঠির সূত্র ধরেই গেরুয়া শিবির ইতিমধ্যেই আবেদন করেছে কোচবিহার জেলা পুলিশ ও প্রশাসনকে।

তবে রাজ্যজুড়ে রথযাত্রার সূচনাতেই গেরুয়া শিবির জানিয়ে দিয়েছে, এই রথযাত্রাকে যদি প্রশাসন বাধা দেয়, তাহলেও সেই বাধা মানা হবে না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, জোর করে রথযাত্রা আটকাতে গেলে সে ক্ষেত্রে সংঘাত হবে বাধ্যতামূলক। তবে জেলা পুলিশ ও প্রশাসন কোনোরকম সংঘাত এই মুহূর্তে এড়িয়ে চলতে চাইছে আর তার কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু রাজ্যকে সাবধান করা হয়েছে যেকোনো রকম সংঘাত নিয়ে। সব মিলিয়ে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল প্রশাসনকে রীতিমতো চাপে রাখছে গেরুয়া শিবির বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!