এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাইপো নাকি সততার প্রতীক? কয়লায় মুখ পুড়লো রাজ্যের! যুবরাজের মুখোশ খুলে দিলেন শুভেন্দু!

ভাইপো নাকি সততার প্রতীক? কয়লায় মুখ পুড়লো রাজ্যের! যুবরাজের মুখোশ খুলে দিলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের যুবরাজকে অনেক বড় বড় কথা বলতে শোনা যায়। তিনি নাকি দুর্নীতির সঙ্গে জড়িত নন, তার বিরুদ্ধে এক পয়সা দুর্নীতির অভিযোগ পেলে তাকে নাকি ফাঁসির মঞ্চে তুলে দিলেও তিনি কিছু বলবেন না! ইত্যাদি নানা অনেক বড় বড় কথা বলেন তিনি। কিন্তু বাস্তবে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো ওঠে, সেই সম্পর্কে কেন মুখ খুলতে দেখা যায় না আঞ্চলিক দলের সর্বভারতীয় ভাইপোকে? আর এই পরিস্থিতিতে রানীগঞ্জে কয়লা চুরি করতে গিয়ে প্রচুর মানুষের মৃত্যুতে উত্তাল রাজ্য। যেখানে প্রাসঙ্গিকভাবে উঠে এলো সেই গুনধর ভাইপোর কথা। তবে সেই বিষয়টি নিয়ে আমরা কিছু বলিনি। রানীগঞ্জে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে এদিন মুখ খুলে ভাইপোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা দেখে বিরোধীরা বলছেন, কয়লাতেও এবার মুখ পুড়লো রাজ্যের।

প্রসঙ্গত, এদিন রানীগঞ্জের ভয়াবহ ঘটনা নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। তিনিই বলতে পারবেন। ওখানে সিআইডির লোকেরা কয়লা চালায়। প্রতি মাসে 20 কোটি টাকা করে পুলিশের গাড়ি করে ভাইপোর কাছে পৌছে দেয়।” বলা বাহুল্য, এই প্রথম নয়, যেদিন থেকে দল পরিবর্তন করেছেন শুভেন্দু অধিকারী, সেদিন থেকেই কয়লা, বালি, গরু ইত্যাদি বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতেন দেখা যায় তাকে।

ইতিমধ্যেই এর মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে তদন্তও শুরু হয়েছে। আর তার মাঝেই আবার রানীগঞ্জে কয়লা চুরি করতে গিয়ে বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনায় মুখ খুলতে গিয়ে ভাইপোর বিড়ম্বনা বাড়িয়ে দিলেন সেই শুভেন্দুবাবু। কিন্তু এতসবের পরেও তৃণমূল বড় বড় কথা বলতেই পারে। তারা বলতেই পারে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিজেপি তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বদনাম করতে চাইছে। কিন্তু এতই যখন তারা সততার প্রতীক, তাহলে শুভেন্দুবাবুর এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন সর্বভারতীয় ভাইপো। তাহলে সাধারণ মানুষের কাছেও দুধ এবং জল আলাদা হয়ে যাবে বলেই দাবি সমালোচকদের।

গেরুয়া শিবিরের দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূলের ঘরের খবর জানেন। তাই মাঝেমধ্যেই তিনি এমন কিছু বোম ফাটান, যাতে জেরবার হয়ে পড়েন স্বয়ং তৃণমূল নেত্রী। ভাইপো তো অনেক পরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়ে সেই যন্ত্রনা ভুলতে পারছেন না। বিভিন্ন মামলা দিয়ে শুভেন্দু অধিকারীকে কব্জা করার চেষ্টা করছেন। কিন্তু সেখানেও আদালত থেকে জয় ছিনিয়ে নিয়ে এসে একের পর এক অভিযোগের মাধ্যমে তৃণমূলের দুর্নীতির পর্দাফাঁস করে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এবার কয়লা নিয়েও ভাইপোর মুখে ঝামা ঘষে দিলেন তিনি। চকচকে মুখ নিয়ে যিনি সততার বড় বড় লেকচার দেন, তিনি এখন কি বলবেন? যদি এতই ক্ষমতা থাকে তাহলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে তিনি ময়দানে নামুন। পাল্টা নিজের সততার প্রমাণ দিন। তাহলেই সাধারণ মানুষ তাকে বিশ্বাস করবেন বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, দুর্গাপুর থেকে শুরু করে আসানসোলে কয়লা নিয়ে যে রমরমা কারবার শুরু হয়েছে, তাতে অনেক তৃণমূল নেতা জড়িয়ে পড়েছেন। এদিন সেই কয়লা চুরির ঘটনায় কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। কিন্তু এতসবের পরেও সরকারের ঢিলেমি মনোভাব বারবার স্পষ্ট করে দিচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়। ভাইপোর বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে। যিনি বড় বড় কথা বলেন, তাকে তদন্তকারী সংস্থা ডাকলে তিনি আবার রক্ষাকবচ নিয়েই জেরার মুখোমুখি হন। অনেক ক্ষেত্রে আবার জেরাতে যেতেও ভয় পান। ফলে সেই ভাইপোকে নিয়েই এবার শুভেন্দু বাবু যা বললেন, তা রীতিমতো বঙ্গ রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে। ফলে সেই ঝড় কি করে সামাল দেন রাজ্যের প্রশাসনিক প্রধান, সেদিকেই নজর বিরোধী শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!