এখন পড়ছেন
হোম > রাজ্য > তরোয়াল-গদার পর বাংলায় গেরুয়া শিবিরের নতুন ‘অস্ত্র’ হতে চলেছে শ্রীকৃষ্ণের বাঁশি

তরোয়াল-গদার পর বাংলায় গেরুয়া শিবিরের নতুন ‘অস্ত্র’ হতে চলেছে শ্রীকৃষ্ণের বাঁশি

রামের তলোয়ার, হনুমানের গদা নিয়ে এতকাল এরাজ্যে অস্ত্র মিছিল করেছে রাজ্য বিজেপি। এবার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীতে এরাজ্যে নিজেদের সংগঠন বাড়াতে শ্রীকৃষ্ণের বাঁশিকে ভরসা করেই পথে নামতে চলেছে বিজেপি। এ প্রসঙ্গে সোমবার বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিংহ বলেন, “প্রতিবারের মত এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় শোভাযাত্রা ও শ্রীকৃষ্ণের পুজোপাঠ হবে। “

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, নতুন প্রজন্মের মধ্যে কৃষ্নপ্রেম জাগ্রত করার জন্য কচিকাচাদের নিয়ে কৃষ্ন সাজা,
শ্রীকৃষ্ণের ছবি আঁকা এরকম নানা প্রতিযোগীতা রয়েছে। তবে বিশ্ব হিন্দু পরিষদের এই জন্মাষ্টমী পালনে বিজেপির অংশগ্রহন নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “এখনও কিছু ঠিক হয়নি।” রাজনৈতিক মহলের মতে, বিজেপি যাই বলুক না কেন। ধর্মের জিগির তুলে এহেন অনুষ্টান করে বাংলায় শাসকদলের ঘুম ওড়ানোই যে মূল লক্ষ এখন গেরুয়া শিবিরের নেতাদের তা বেশ স্পষ্ট।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!