এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েত জটিলতা মিটলেই নতুন করে সম্মুখসমরে মোদী-মমতা? জল্পনা তুঙ্গে

পঞ্চায়েত জটিলতা মিটলেই নতুন করে সম্মুখসমরে মোদী-মমতা? জল্পনা তুঙ্গে

হাইকোর্টের স্থগিতাদেশের কারণে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সময়সূচী এখন পুরোটাই অজ্ঞাত। এর মধ্যে দেশের আইন কমিশন খসড়া প্রস্তাব তৈরী করেছে। তা নিয়ে তৈরী হচ্ছে নতুন রকম জটিলতা। আইন কমিশন প্রস্তাব দিয়েছে যে সংবিধান বদলে লোকসভা ও সব রাজ্যের বিধানসভা নির্বাচন এক সঙ্গে করা হোক। আর তাই আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনের সাথেই দেশের সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচনও একসাথেই করা হোক এমনটাই বল হয়েছে যদিও এমন একটি প্রস্তাব বেশ কিছুদিন আগে খোদ প্রধানমন্ত্রী দিয়েছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই কারণে আইনসভা নির্মিত এই প্রস্তাবনা যে সরকার মনঃপুত তা আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।এদিকে শ্বেতপত্র প্রকাশ করে কমিশন জানিয়েছে তারা সাংবিধানিক বিশেষজ্ঞ, শিক্ষামহল, আমলা, ছাত্রছাত্রী ও রাজনৈতিক দলগুলির মতামত জানতে চায়। মনে করা হচ্ছে আইন কমিশনের এই প্রস্তাবনায় সরকার পক্ষের মৃদু সায় থাকলেও দেশের আঞ্চলিক বিরোধী দলগুলি এই প্রস্তাবনা স্বভাবতই স্বীকার করতে অসম্মত হয়েছে। এই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রে বা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ দলের থেকেই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে। এমনকি কমিশন প্রস্তাব দিয়েছে এই বলে যে সব দলের সাংসদ বা বিধায়করা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে নির্বাচন করতে পারবে। আইন কমিশন এমন প্রস্তাবনা নির্মানের পিছনে কারণ হিসেবে বলেছে সরকারের স্থায়ীত্বের জন্য এটা জরুরি। দলত্যাগ বিরোধী আইন শিথিল করে লোকসভা বা বিধানসভায় ত্রিশঙ্কু পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।কমিশনের প্রস্তাব যদি পাঁচ বছর মেয়াদের মধ্যে সরকার পড়ে যায়, তাহলে নতুন সরকারের মেয়াদ বাকি সময়টুকুর জন্যই থাকবে। প্রতি পাঁচ বছর অন্তরই সব লোকসভা ও বিধানসভা আসনের জন্য একসঙ্গে ভোট করতে হবে। অনাস্থা প্রস্তাব আনলে তার সঙ্গে বিকল্প সরকারের পরিকল্পনাও জমা দিতে হবে। পাশাপাশি আনতে হবে ‘আস্থা’ প্রস্তাব। তবে এত পরিকল্পনা তখনই বাস্তবায়ন করা সম্ভব যদি সংবিধান পরিবর্তন করা যায়।সেই সংশোধনী শুধু সংসদে নয়, সব রাজ্যের বিধানসভাতেও পাশ করাতে হবে। আর কমিশনের পক্ষে সেটাই সব থেকে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মনে করা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!