এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের বড়সড় সিদ্ধান্ত, অস্বস্তি কি বাড়ছে শাসকদলের?

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের বড়সড় সিদ্ধান্ত, অস্বস্তি কি বাড়ছে শাসকদলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব গেরুয়া শিবির। একইসাথে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও রিপোর্ট পেশ করা হয়েছে হাইকোর্টে। আর তা নিয়ে যথেষ্ট অস্বস্তিজনক পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য সরকারের জন্য। কার্যত মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। আর এবার রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বড়োসড়ো পদক্ষেপ হাইকোর্টের। ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে আজকে হাইকোর্টের পক্ষ থেকে তদন্তভার তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে। কার্যত হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে বারবার উঠে এসেছে পুলিশের প্রতি একাধিক অভিযোগ।

বিজেপির প্রথম থেকেই অভিযোগ ছিল, পুলিশ তাঁদের অভিযোগ নিতে চাইছেনা। অন্যদিকে ভোট পরবর্তীতে বিজেপির দলীয় কর্মীদের ওপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে বিজেপির অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি খুন এবং ধর্ষণের ঘটনা তো ছিলই। অন্যদিকে মানবাধিকার কমিশনকে যখন রিপোর্ট তৈরি করার কথা বলে হাইকোর্ট, সেসময় বিভিন্ন জায়গায় ঘুরে রিপোর্ট তৈরী করতে মানবাধিকার কমিশনের সদস্যদের ওপরেও হামলার অভিযোগ উঠেছে। কার্যত শুনানির সময় রাজ্য প্রশাসন এবং সরকারকে এই নিয়ে হাইকোর্টের তিরস্কারের মুখে পড়তে হয়।

একই সাথে আগের শুনানিতে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে ধরার স্বপক্ষে সওয়াল করা হয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তৈরিতে যথেষ্ট পক্ষপাতিত্ব করেছে। সেক্ষেত্রে তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, মানবাধিকার কমিশনের একজন সদস্যকে নিয়ে প্রশ্ন ওঠার জন্য রিপোর্ট খারিজ করে দেওয়া উচিত। প্রসঙ্গত, মানবাধিকার কমিশনের এক কর্মীর সঙ্গে বিজেপির যোগ পাওয়া গিয়েছিল। এরপর কেন্দ্রের আইনজীবিকে হাইকোর্টের তরফ থেকে পাল্টা প্রশ্ন করা হয়, এ রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া যুক্তিযুক্ত হবে কিনা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার ক্ষেত্রে গ্রীন সিগনাল দেয় কেন্দ্রীয় সরকার। অন্যদিকে শোনা যাচ্ছে, এই মামলায় যুক্ত হতে চেয়েছিলেন তৃণমূলের দুই নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ পার্থ ভৌমিক। আদালত তাঁদের সেই আবেদন খারিজ করে দেয়। আজকে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভোট-পরবর্তী যাবতীয় খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভাঙচুর, আগুন লাগানো, মারধর করার মতন অপেক্ষাকৃত কম অশান্তির ঘটনায় রাজ্য সরকারকে সিট গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সিবিআই এবং সিট উভয়কে আগামী 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোট পরবর্তী হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। স্বাভাবিকভাবেই আজকের শুনানিতে রাজ্য সরকার কার্যত আবারও তীব্র অস্বস্তির মুখে। পাশাপাশি হাইকোর্টের এই নির্দেশ গেরুয়া শিবিরের বড় জয় বলে ধরা হচ্ছে। আপাতত সিবিআই এবং সিট পরবর্তী তদন্তে কি রিপোর্ট তুলে আনে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!