এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগে মমতার স্বপ্নের প্রকল্প! সেখানেও কাটমানি-তোলাবাজিতে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের

ভোটের আগে মমতার স্বপ্নের প্রকল্প! সেখানেও কাটমানি-তোলাবাজিতে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার নির্বাচন জেতার জন্য বর্তমানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন উন্নয়নে। সেই সূত্রেই এবার গ্রামে গঞ্জের প্রতিটি রাস্তাসংস্কারকে কেন্দ্র করে নতুন একটি প্রকল্প চালু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে পথশ্রী। আর এই পথশ্রী প্রকল্পকে কেন্দ্র করেই তোলাবাজি এবং কাটমানির সাথে তৃণমূল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ পেল ভাঙরে। তৃণমূল শিবিরে বর্তমানে গোষ্ঠীদ্বন্দ্ব যে রীতিমত কাঁটার খোঁচা হয়ে দাঁড়িয়েছে সেই ব্যাপারে একমত বিশেষজ্ঞরা। এবং একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই গোষ্ঠীদ্বন্দ্ব যে তৃণমূলকে বিপাকে ফেলবে সে ব্যাপারেও নিশ্চিত তাঁরা।

পথশ্রী প্রকল্পের অন্দরে ভাঙড় 2 ব্লকের বেঁওতা 1 পঞ্চায়েতের উদ্যোগে গাজিপাড়া এলাকায় সম্প্রতি রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। তৃণমূলের একটি সূত্রের খবর, রাস্তা তৈরির কাজের জন্য তোলা চাওয়া সূত্রে দুই পক্ষের গন্ডগোল বাঁধে এবং তার ফলে কাজ বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে জানা গেছে, নিম্নমানের কাজের কারণে রাস্তা তৈরি বন্ধ করে দিয়েছেন স্থানীয় তৃণমূলের এক গোষ্ঠীর নেতারা। এ প্রসঙ্গে ভাঙ্গড় 2 ব্লক বিডিও কৌশিক কুমার মাইতি সম্প্রতি জানিয়েছেন, তিনি এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। কিন্তু কাজ বন্ধ করে দেওয়ারকি কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 290 মিটার লম্বা, 8 ফুট চওড়া এবং 4 ইঞ্চি উচ্চতার ঢালাই রাস্তা তৈরির পরিপ্রেক্ষিতে বেঁওতা 1 পঞ্চায়েত থেকে সাড়ে তিন লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। কাজের বরাত পেয়েছেন সমর মন্ডল নামে এক ঠিকাদার। কিন্তু অভিযোগ উঠেছে, ঠিকাদারের বদলে স্থানীয় যুব তৃণমূল নেতা তাপস মন্ডল রাস্তা তৈরির কাজে নেমে পড়েন। আর তার ফলেই শুরু হয় গন্ডগোল। তৃণমূল নেতৃত্বের একাংশ এ ব্যাপারে তীব্র আপত্তি জানান। তৃণমূল নেতা নাসির মোল্লা রাস্তা তৈরির সময় এলাকায় গিয়ে উপস্থিত হন এবং দাবি করেন নিম্নমানের কাজ হচ্ছে। এর পরেই গন্ডগোল শুরু হয় এবং কাজ বন্ধ হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূল নেতা নাসির মোল্লা জানিয়েছেন, রাস্তার কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার সমর মন্ডল। কিন্তু স্থানীয় যুব তৃণমূল নেতা তাপস মন্ডল প্রভাব খাটিয়ে কাজ করছিলেন। তা ছাড়াও রাস্তার মান অত্যন্ত খারাপ হচ্ছিল বলে তিনি দাবি করেন। অন্যদিকে, নাসির মোল্লা এদিন জানান, তাঁর বিরুদ্ধে তোলা চাওয়ার যে অভিযোগ করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। অন্যদিকে এলাকার যুব তৃণমূল নেতা তাপস মন্ডল জানিয়েছেন, রাস্তার কাজ শুরু হবার পর দলেরই একাংশ তোলা চেয়ে বসে এবং তাঁরাই জোরজবরদস্তি কাজ বন্ধ করিয়ে দেয়। অন্যদিকে এলাকার পঞ্চায়েত প্রধান আবু সুফিয়ান তরফদার জানিয়েছেন, পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে বলে কিছু লোক কাজ বন্ধ করে দিয়েছেন বলে তিনি শুনেছেন।

তবে তোলা চাওয়ার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেননা। তিনিও অবিলম্বে কাজ শুরুর কথা বলেছেন। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, রাস্তা বন্ধ করার কাজে দলের কেউ জড়িত আছে কিনা খোঁজ নিয়ে তা তিনি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন। অন্যদিকে বিরোধীরাও এই ঘটনায় উঠেপড়ে লেগেছে শাসক শিবিরকে কটাক্ষে বিঁধতে। এই ঘটনা প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তুষার ঘোষ জানিয়েছেন, তৃণমূল শিবিরের উন্নয়নের কাজ তাঁদেরই দলের টাকা ভাগাভাগির কারণে থমকে গেছে।

অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছে। ইতিমধ্যে রাজনৈতিক মহলে তা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, উন্নয়নের কাজটি যদি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল শিবিরের জন্য জনমানসে স্বাভাবিকভাবেই বিরূপ প্রভাব পড়বে। এবং তা যদি হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে রাজ্যে যে চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়তে হবে তা এককথায় স্বীকার্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!