এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডেও বিজেপির ভূত দেখছেন মমতা, নয়া মন্তব্যে বাড়ছে জল্পনা!

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডেও বিজেপির ভূত দেখছেন মমতা, নয়া মন্তব্যে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যখন আকাল তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে, ঠিক তখনই একটি ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে। যেখানে ভুয়ো ভ্যাকসিনের ঘটনায় রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে বিরোধী দল বিজেপি। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। যার সঙ্গে তৃণমূলের একাধিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তির ছবি সামনে আসতে শুরু করেছে। যা বিরোধীদের কাছে বাড়তি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

প্রতিমুহূর্তে এই ভুয়ো ভ্যাকসিনের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে, সেই বিষয়টি তুলে ধরতে শুরু করেছে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা। তবে এই বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে অন্যান্য আর চার-পাঁচটা বিষয়ের মত এই ব্যাপারেও বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। স্বাভাবিক ভাবেই এই ঘটনাতেও কি বিজেপির ষড়যন্ত্র দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ।

সূত্রের খবর, এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কসবার টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিনের জন্য যে ইনজেকশন দিয়েছিল, তা আদৌ করোনা ভ্যাকসিন নয়‌। আমরা খোঁজ নিয়েছি, সেটা একটা অ্যান্টিবায়োটিক। যারা ওই ভ্যাকসিন পেয়েছেন, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হচ্ছে। শারীরিক অবস্থা বুঝেই সরকার তাদের ভ্যাকসিন দেবে।” আর এরপরই বিজেপির প্রতি গোটা ঘটনায় সন্দেহ প্রকাশ করেন বাংলার প্রশাসনিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গোটা ঘটনা যে বিজেপি ঘটায়নি, তা কে বলতে পারে! বিজেপি নেতাদের সঙ্গেও আগামী দিনে দেবাঞ্জন দেবের ছবি পাওয়া যাবে।” তবে গোটা ঘটনায় কাউকে ছেড়ে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। অনেকেই বলতে শুরু করেছেন, হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত নিশ্চিত হয়ে গেলেন যে, এই ঘটনার পেছনে বিজেপি জড়িত! পাশাপাশি ভুয়ো ভ্যাকসিনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মূল পান্ডা দেবাঞ্জন দেবের সঙ্গে বিজেপি নেতাদের ছবি পাওয়া যাবে বলে কেন তাকে বক্তব্য দিতে দেখা গেল! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ভুয়ো ভ্যাকসিনের ঘটনায় বর্তমানে রাজ্য সরকার যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে। যখন সকলে সরকারকে দায়ী করছেন, তখন পাল্টা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেকে বলছেন, আসলে এখন চাপে পড়েই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘাড়ে সমস্ত দোষ চাপানোর জন্যই উঠেপড়ে লেগেছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!