আবহাওয়া আপডেট – আজ সারাদিন বাংলার কোথায় কিরকম অবস্থা থাকবে জেনে নিন একনজরে অন্যান্য আবহাওয়া June 6, 2019 পাহাড়-নদী-সমুদ্র-জঙ্গল – আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের মত প্রাকৃতিক বৈচিত্র খুব কম রাজ্য তো বটেই, খুব কম দেশেই আছে। আর তাই, কেমন থাকবে আবহাওয়া – প্রাকৃতিক বৈচিত্রে ভরা রাজ্যের বিভিন্ন প্রান্তে জেনে নিন একনজরে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. কুচবিহার – সর্বোচ্চ – ৩১ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, মেঘাচ্ছন্ন ২. আলিপুরদুয়ার – সর্বোচ্চ – ৩১ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, মেঘাচ্ছন্ন ৩. জলপাইগুড়ি – সর্বোচ্চ – ৩১ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, মেঘলা আকাশ ৪. দার্জিলিং – সর্বোচ্চ – ১৯ ডিগ্রি, সর্বনিম্ন – ১৪ ডিগ্রি, মেঘলা আকাশ ৫. কার্শিয়ং- সর্বোচ্চ – ২২ ডিগ্রি, সর্বনিম্ন – ১৮ ডিগ্রি, মেঘলা আকাশ ৬. রায়গঞ্জ- সর্বোচ্চ – ৩২ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, মেঘলা আকাশ ৭. বালুরঘাট- সর্বোচ্চ – ৩১ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, মেঘলা আকাশ ৮. মালদা- সর্বোচ্চ – ৩১ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, মেঘলা আকাশ ৯. বহরমপুর- সর্বোচ্চ – ৩০ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, মেঘলা আকাশ ১০. কৃষ্ণনগর- সর্বোচ্চ – ২৯ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, ঝরঝরে দিন ১১. ডায়মন্ড হারবার- সর্বোচ্চ – ২৯ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, বৃষ্টি দিনভর ১২. কলকাতা- সর্বোচ্চ – ২৯ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, কুয়াশা দিন ১৩. হাওড়া- সর্বোচ্চ – ৩০ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, কুয়াশা ১৪. শ্রীরামপুর- সর্বোচ্চ – ৪১ ডিগ্রি, সর্বনিম্ন – ২৮ ডিগ্রি, রৌদ্র ঝলমলে দিন ১৫. দীঘা- সর্বোচ্চ – ৩১ ডিগ্রি, সর্বনিম্ন – ২৭ ডিগ্রি, ঝরঝরে দিন ১৬. মেদিনীপুর- সর্বোচ্চ – ৩২ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, ঝরঝরে ১৭. ঝাড়গ্রাম- সর্বোচ্চ – ৩৪ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, মেঘলা দিন ১৮. পুরুলিয়া- সর্বোচ্চ – ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি ১৯. বাঁকুড়া- সর্বোচ্চ – ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, মেঘলা আকাশ ২০. বর্ধমান- সর্বোচ্চ – ৩১ ডিগ্রি, সর্বনিম্ন – ২৫ ডিগ্রি, মেঘলা আকাশ ২১. দুর্গাপুর- সর্বোচ্চ – ৩২ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, হালকা বৃষ্টিপাত ২২. আসানসোল- সর্বোচ্চ – ৩৪ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, বৃষ্টি ২৩. বোলপুর- সর্বোচ্চ – ৩২ ডিগ্রি, সর্বনিম্ন – ২৬ ডিগ্রি, ঝরঝরে দিন আপনার মতামত জানান -