বাংলার লোকসভা ও বিধানসভার কোন আসনে কে কত ভোট পেলেন একনজরে – লাইভ আপডেট দুপুর ১:১০ টা কলকাতা বিশেষ খবর রাজ্য May 23, 2019 আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) সঙ্গে বাংলার ৪২ টি লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। এর পাশাপাশি বাংলায় ৮ বিধানসভা আসনের উপনির্বাচনেরও হবে ভোট গণনা। এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরব আপনাদের সামনে। আপাতত শুরু হয়েছে ইভিএম গণনার কাজ, সেই হিসাবে পশ্চিমবঙ্গের সর্বশেষ চিত্রটা নিম্নরূপ – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - লোকসভা আসন – মোট আসন – ৪২ ঘোষিত/গণনা চলছে – ৪২ তৃণমূল – ২৪ বিজেপি – ১৭ বামফ্রন্ট – ০ কংগ্রেস – ১ অন্যান্য – ০ ১. কুচবিহার নিশীথ প্রামানিক – বিজেপি – ২,২১,০১৫ পরেশ অধিকারী – তৃণমূল – ২,০৫,৮৩১ ২. আলিপুরদুয়ার জন বারলা – বিজেপি – ১,৯৬,৮৭৬ দশরথ তিরকে – তৃণমূল – ১,১৬,৬৩৫ ৩. জলপাইগুড়ি জয়ন্ত রায় – বিজেপি – ৭৫,১৮১ বিজয় বর্মন – তৃণমূল – ৫০,০৬২ ৪. দার্জিলিং রাজু সিংহ – বিজেপি – ১,৭৬,৯৫৪ অমর রাই – ৬৫,৮১৪ ৫. রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী – বিজেপি – ১,৪৮,৫০৩ কানাইয়ালাল আগরওয়াল – তৃণমূল – ১,৪০,১০০ মহম্মদ সেলিম – বামফ্রন্ট – ৫০,৫৭৫ দীপা দাশমুন্সি – কংগ্রেস – ২৭,১৮৩ ৬. বালুরঘাট অর্পিতা ঘোষ – তৃণমূল – ১,০১,৭৮১ সুকান্ত মজুমদার – বিজেপি – ৯৫,৫০৪ ৭. মালদা-উত্তর খগেন মুর্মু – বিজেপি – ১,৪৯,৪৩৪ মৌসম নূর – তৃণমূল – ১,৪৫,৭৪৩ ঈশা খান চৌধুরী – কংগ্রেস – ৮৮,৭৭৪ ৮. মালদা-দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী – বিজেপি – ৭৭,৭৭৪ আবু হাসেম খান – কংগ্রেস – ৫৯,৮৬৪ মোয়াজ্জেম হোসেন – তৃণমূল – ৪৪,৮৫৫ ৯. জঙ্গিপুর খলিলুর রহমান – তৃণমূল – ২,২৪,৯৯৮ মাফুজা খাতুন – বিজেপি – ১,২৫,০৮৩ অভিজিৎ মুখার্জি – কংগ্রেস – ১,০০,০০৩ ১০. বহরমপুর অধীর চৌধুরী – কংগ্রেস – ১,৯২,৫৬৪ অপূর্ব সরকার – তৃণমূল – ১,৫৬,১৭৬ ১১. মুর্শিদাবাদ আবু তাহের – তৃণমূল – ২,১১,৭০০ আবু হেনা – কংগ্রেস – ১,৩৫,২১৯ হুমায়ুন কবীর – বিজেপি – ৮৯,৪৫৩ বদরুদ্দোজা খান – বামফ্রন্ট – ৬৮,৫৮১ ১২. কৃষ্ণনগর মহুয়া মৈত্র – তৃণমূল – ১,৭০,২৪৬ কল্যাণ চৌবে – বিজেপি – ১,১৭,৮৬৬ ১৩. রানাঘাট জগন্নাথ সরকার – বিজেপি – ২,৪৭,৯৮৯ রূপালী বিশ্বাস – তৃণমূল – ১,৬৯,৪৭৭ ১৪. বনগাঁ শান্তনু ঠাকুর – বিজেপি – ২,৪৩,৮৫১ মমতাবালা ঠাকুর – তৃণমূল – ২,০৫,৩৮৫ ১৫. ব্যারাকপুর অর্জুন সিং – বিজেপি – ৭৯,৬২৪ দীনেশ ত্রিবেদী – তৃণমূল – ৭৪,৪০৩ ১৬. দমদম সৌগত রায় – তৃণমূল – ২,১২,৬২৯ শমীক ভট্টাচার্য – বিজেপি – ১,৯১,৯৬৬ ১৭. বারাসত কাকলি ঘোষ দস্তিদার – তৃণমূল – ১,৯২,০৪৪ মৃণাল দেবনাথ – বিজেপি – ১,২৩,২৪৬ ১৮. বসিরহাট নুসরত জাহান – তৃণমূল – ২,০৮,৩২৭ সায়ন্তন বসু – বিজেপি – ৮৬,৪৪২ ১৯. জয়নগর প্রতিমা মন্ডল – তৃণমূল – ১,৯৬,৯৩৩ অশোক কান্ডারি – বিজেপি – ১,১১,১৮৭ ২০. মথুরাপুর চৌধুরী মোহন জাটুয়া – তৃণমূল – ২,১৬,০১৮ শ্যামাপ্রসাদ হালদার – বিজেপি – ১,৪৫,৪৬০ ২১. ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি – তৃণমূল – ২,৭০,৩৫০ নীলাঞ্জন রায় – বিজেপি – ১,৩৩,৫৩৯ ২২. যাদবপুর মিমি চক্রবর্তী – তৃণমূল – ২,৬৬,২৫৭ অনুপম হাজরা – বিজেপি – ১,৫৭,৪৫৪ বিকাশ ভট্টাচার্য – বামফ্রন্ট – ১,১৩,৮৪১ ২৩. কলকাতা দক্ষিণ মালা রায় – তৃণমূল – ৬,৪৬,৩৮৯ চন্দ্র বসু – বিজেপি – ২,৬৭,৭০৬ ২৪. কলকাতা উত্তর সুদীপ ব্যানার্জি – তৃণমূল – ১,৪৯,৫৬২ রাহুল সিনহা – বিজেপি – ১,১৬,৮১০ ২৫. হাওড়া প্রসূন ব্যানার্জি – তৃণমূল – ১,৭১,৭১৫ রন্তিদেব সেনগুপ্ত – বিজেপি – ১,৩১,৯১৭ ২৬. উলুবেড়িয়া সাজদা আহমেদ – তৃণমূল – ৩,৭১,৪৬৭ জয় ব্যানার্জি – বিজেপি – ২,৫২,৭৯২ ২৭. শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি – তৃণমূল – ২,১২,৩৯৭ দেবজিৎ সরকার – বিজেপি – ১,৮৯,০৬১ ২৮. হুগলি লকেট চ্যাটার্জি – বিজেপি – ৪,০৭,৮২৯ রত্না দে নাগ – তৃণমূল – ৩,৪২,৮৪১ ২৯. আরামবাগ অপরূপা পোদ্দার – তৃণমূল – ২,১১,২৭২ তপন রায় – বিজেপি – ১,৯৫,৬২৯ ৩০. তমলুক দিব্যেন্দু অধিকারী – তৃণমূল – ২,২৫,৭৪২ সিদ্ধার্থ নস্কর – বিজেপি – ১,৭৪,১৭১ ৩১. কাঁথি শিশির অধিকারী – তৃণমূল – ২,৩৮,৭২৬ দেবাশিস সামন্ত – বিজেপি – ২,০৪,৭১৫ ৩২. ঘাটাল দীপক অধিকারী – তৃণমূল – ২,৪৩,৭৪৫ ভারতী ঘোষ – বিজেপি – ২,১২,২৩৩ ৩৩. ঝাড়গ্রাম কুন্নুর হেমব্রম – বিজেপি – ১,৮৪,৬৬২ বিরবাহা সোরেন – তৃণমূল – ১,৬২,৬৩৭ ৩৪. মেদিনীপুর মানস ভূঁইয়া – তৃণমূল – ২,১৩,৯৬০ দিলীপ ঘোষ – বিজেপি – ২,১২,০২৫ ৩৫. পুরুলিয়া জ্যোতির্ময় মাহাতো – বিজেপি – ২,০০,১১৭ মৃগাঙ্ক মাহাতো – তৃণমূল – ১,৩৯,৯৮১ ৩৬. বাঁকুড়া সুভাষ সরকার – বিজেপি – ২,৬২,৭৪৯ সুব্রত মুখার্জি – তৃণমূল – ২,০৩,৫৭৩ ৩৭. বিষ্ণুপুর সৌমিত্র খাঁ – বিজেপি – ২,৫৩,৫০১ শ্যামল সাঁতরা – তৃণমূল – ২,০৭,৩১৩ ৩৮. বর্ধমান-পূর্ব সুনীল মন্ডল – তৃণমূল – ২,৮০,৫৫৭ পরেশচন্দ্র দাস – বিজেপি – ২,২৬,৬২৯ ৩৯. বর্ধমান-দুর্গাপুর সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়া – বিজেপি – ২,৮৯,১৯২ মমতাজ সংঘমিত্রা – তৃণমূল – ২,৬৭,১৬৫ ৪০. আসানসোল বাবুল সুপ্রিয় – বিজেপি – ২,৩১,০৫৫ মুনমুন সেন – তৃণমূল – ১,৫৫,০৮৪ ৪১. বোলপুর অসিত মাল – তৃণমূল – ২,৩৩,৮২৫ রামপ্রসাদ দাস – বিজেপি – ১,৬২,৩৩৮ ৪২. বীরভূম শতাব্দী রায় – তৃণমূল – ১,৯৫,২৭৪ দুধকুমার মন্ডল – বিজেপি – ১,৫৭,২৮৯ বিধানসভা উপনির্বাচন – ১. দার্জিলিং নীরাজ তামাং – বিজেপি – ১৭,১৫৫ বিনয় তামাং – নির্দল – ১০,২২৬ ২. ইসলামপুর করিম চৌধুরী – তৃণমূল – ৩৭,৫৮৫ সৌম্যরূপ মন্ডল – বিজেপি – ১৯,৯৮৮ ৩. হাবিবপুর জুয়েল মুর্মু – বিজেপি – ২০,৩১৪ অমল কিস্কু – তৃণমূল – ১৬,০৮৫ ৪. কান্দি শফিউল খান – কংগ্রেস – ১৪,২২৯ গৌতম রায় – তৃণমূল – ১৩,৯৮১ ৫. নওদা মমতাজ বেগম – তৃণমূল – ২৮,৮৭২ সুনীল মন্ডল – কংগ্রেস – ১৪,০২৫ ৬. কৃষ্ণগঞ্জ আশিস বিশ্বাস – বিজেপি – ১৫,৩৬১ প্রমথ বোস – তৃণমূল – ১২,২৬৩ ৭. ভাটপাড়া পবন সিং – বিজেপি – ২৭,৯৬১ মদন মিত্র – তৃণমূল – ১৬,৫৪০ ৮. উলুবেড়িয়া পূর্ব ইদ্রিস আলি – তৃণমূল – ২২,৩৯২ প্রত্যুষ মন্ডল – বিজেপি – ২০,০৮০ আপনার মতামত জানান -