এখন পড়ছেন
হোম > জাতীয় > মে মাসের শেষে কী দাঁড়াবে করোনা চিত্র? বড়সড় ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক শেষে

মে মাসের শেষে কী দাঁড়াবে করোনা চিত্র? বড়সড় ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক শেষে

করোনা ভাইরাসকে আটকানোই এখন কেন্দ্র ও প্রতিটি রাজ্যের কাছে প্রধান চ্যালেঞ্জিং বিষয়‌। কিভাবে এই ভাইরাসকে দূরীভূত করা যাবে, তা নিয়ে দফায় দফায় রাজ্যগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দেশের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আর সেই বৈঠকের পর দেশে ফের লকডাউন বৃদ্ধি পায় কিনা, তার দিকেই নজর রয়েছে সকলের।

তবে এই লকডাউন না করলে ভারতবর্ষ যে অত্যন্ত সংকটজনক জায়গায় পৌঁছে যেত, সেই ব্যাপারে এক প্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। জানা গেছে, গত 21 মে ভারতে করোনা ডাবলিং রেট প্রায় 3 দিন ছিল। কিন্তু লকডাউন করার পরেই তা বেড়ে 8.6 দিন হয়েছে। আর বর্তমান সময়ে তা দশদিনের কাছাকাছি পৌঁছে গেছে বলে খবর। তবে আগামী মে মাস যে ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত বিপদজনক, তা বলাই যায়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একাধিক পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে, মে মাসের পর থেকেই করোনা আক্রান্তের ডাবলিং দ্বিগুণ হওয়ার সময় কমতে শুরু করবে। ফলে আগামী 15 মের মধ্যে ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা 65 হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ। সূত্রের খবর, কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আগামী 15 ই মে থেকে 31 মে ও 15 ই জুন পর্যন্ত ডাবলিং রেট 12 দিনে পৌঁছে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় 3 লাখ 95 হাজারের সংখ্যা দখল করবে বলে মনে করা হচ্ছে। তবে 15 জুনের পর থেকে এই ডাবলিং রেট 10 দিনে নামবে। বস্তুত, অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, জুন-জুলাই এবং আগস্ট মাসে করোনা আক্রান্তের সংখ্যা ভারতবর্ষে রেকর্ড পরিমাণ বৃদ্ধি হতে পারে। সেদিক থেকে 15 আগস্টের মধ্যে এই সংখ্যা 2 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে।

তবে এতসব আশঙ্কার মাঝেও যেভাবে প্রথম থেকে করোনাকে দূরীভূত করতে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারগুলো কড়া পদক্ষেপ নিচ্ছে, তাতে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে ভারতবর্ষে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতবর্ষ লকডাউন করে করোনা পরিস্থিতিকে অনেকটাই আয়ত্তে এনেছে। তবে আসছে দিন, সত্যিই ভয়ঙ্কর। কিন্তু সেই ভয়ঙ্কর দিনকেও শিথিল করে দেওয়া যেতে পারে। যদি ভারত এখন থেকেই প্রয়োজনীয় পরিকাঠামোর প্রস্তুতি নিতে পারে। ফলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কতটা বিপদ মুক্ত হতে পারে ভারতবর্ষ, তার দিকেই এখন নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!