এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > PB Analysis – বিজেপির নতুন রাজ্য কমিটিতে পদ হারালেন কোন কোন হেভিওয়েট নেতা? ডিমোশন কার?

PB Analysis – বিজেপির নতুন রাজ্য কমিটিতে পদ হারালেন কোন কোন হেভিওয়েট নেতা? ডিমোশন কার?


দ্বিতীয়বারের জন্য রাজ্য সভাপতি পদের দায়িত্ব অবশেষে আজ রাজ্য কমিটি ঘোষণা করলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ যে কমিটি ঘোষণা করলেন, তাতে দেখা যাচ্ছে পুরোনো কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে ১৭ জন হেভিওয়েট নেতাকে। আর কার্যত ডিমোশন হয়েছে দুজন মাত্র নেতার। একনজরে দেখে নেওয়া যাক, রাজ্য কমিটি থেকে কোন ১৭ জন নেতা-নেত্রীকে ছেঁটে ফেলল বিজেপি –

১. রবীন চ্যাটার্জি (সহ সভাপতি)
২. মৌসুমী বিশ্বাস (সহ সভাপতি)
৩. বাদশা আলম (সহ সভাপতি)
৪. রাজকুমারী কেশরী (সহ সভাপতি)
৫. চন্দ্রকুমার বসু (সহ সভাপতি)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. কৃষ্ণা ভট্টাচার্য (সহ সভাপতি)
৭. অমিতাভ রায় (সম্পাদক)
৮. মনোজ টিগ্গা (সম্পাদক)
৯. বিকাশ মুদি (সম্পাদক)
১০. মনোজ বিশ্বাস (সম্পাদক)
১১. বিজয় ওঝা (সম্পাদক)

১২. রাজীব ভৌমিক (সম্পাদক)
১৩. দেবজিৎ সরকার (যুব মোর্চা)
১৪. অরুন হালদার (এসসি মোর্চা)
১৫. ক্ষুদিরাম টুডু (এসটি মোর্চা)
১৬. স্বপন পাল (ওবিসি মোর্চা)
১৭. রামকৃষ্ণ পাল (কিষান মোর্চা)

এছাড়াও বিজেপির সাংগঠনিক স্তর অনুযায়ী, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে দুই নেতাকে। পুরোনো রাজ্য কমিটিতে প্রতাপ ব্যানার্জী ও রাজু ব্যানার্জি ছিলেন সাধারণ সম্পাদক পদে। সেখান থেকে তাঁদের সরিয়ে নতুন রাজ্য কমিটিতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সহ সভাপতি পদ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!