এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউন ৫ নিয়ে আজই কি ঘোষণা কেন্দ্রের? শেষবেলায় দাঁড়িয়ে বাড়ছে জল্পনা

লকডাউন ৫ নিয়ে আজই কি ঘোষণা কেন্দ্রের? শেষবেলায় দাঁড়িয়ে বাড়ছে জল্পনা


হাতে আর মাত্র একদিন বাকি। আগামীকাল অর্থাৎ রবিবার চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হয়ে যাবে। আর তারপর পঞ্চম দফার লকডাউন হবে কিনা, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গোটা ভারতবর্ষে। করোনা ভাইরাস দেশে ভয়াবহ আকার নেওয়ার আগে থেকেই সামাজিক দূরত্বকে পালন করতে লকডাউন ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা লকডাউনের ফলে অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা হলেও সমস্যার মুখে পড়েছে।

তবে চতুর্থ দফার লকডাউনের সময় থেকেই কিছু কিছু ক্ষেত্রে শিথিলতার কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার পঞ্চম দফার লকডাউন হবে কিনা, তা সকলের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এদিন নিজের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব রাজিব গৌরা, স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সহ কেন্দ্রের অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রায় দুই ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর এরপরই বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় যে, পঞ্চম দফার লকডাউন নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার, তা শনিবারেই স্পষ্ট হয়ে যাবে। জানা গেছে, বর্তমান সময়ে যদি একেবারে লকডাউন তুলে নেওয়া হয়, তাহলে পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে। তাই একদিকে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা জারি করে এই লকডাউনকে বজায় রাখবে কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যেই এই লকডাউনের ব্যাপারে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোন রাজ্যের কি অবস্থা, তা মুখ্যমন্ত্রীদের কাছে জানতে চেয়েছেন তিনি। আর তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বৈঠক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার আভাস আজ শনিবার পাওয়া যেতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্য গুলোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, তারা তাকে মান্যতা দেবে।

তবে যদি লকডাউন শিথিল হয়, তবে পশ্চিমবঙ্গ তার বিপরীত পথেই হাঁটবে বলে মনে করা হচ্ছে। কেননা পশ্চিমবঙ্গে দিনকে দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সেদিক থেকে কোনো ভাবেই লকডাউনকে হালকাভাবে নিয়ে হবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এমত একটা পরিস্থিতিতে ভয়াবহ এই ভাইরাসকে আটকাতে শনিবার লকডাউনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি বার্তা দেয়, তার দিকেই নজর থাকবে গোটা দেশবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!