এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > যোগীর সঙ্গে মমতার পার্থক্য কোথায়, তথ্য দিয়ে তুলে ধরলেন শুভেন্দু !

যোগীর সঙ্গে মমতার পার্থক্য কোথায়, তথ্য দিয়ে তুলে ধরলেন শুভেন্দু !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত উত্তাল হয়ে উঠেছে। বাংলাতেও তার প্রভাব পড়েছে। কিন্তু উত্তরপ্রদেশে হিংসার ঘটনা ঘটতেই রীতিমতো বিক্ষোভকারীদের বুলডোজার দিয়ে হটিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে উত্তরপ্রদেশে যখন সেখানকার মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন, তখন কার্যত বাংলায় হিংসার ঘটনা ঘটলেও সকলের উদ্দেশ্যে আবেদন জানাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রশাসনিক তরফে সেভাবে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন বাঁকুড়ায় একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “চারদিন ধরে পশ্চিমবাংলাকে ক্ষতবিক্ষত করেছে। যখন যোগীজি পিঠে ডান্ডা ফেলছেন, ভালো করে বুলডোজার চালাচ্ছেন, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হাতজোড় করে বলছেন, তোমরা ওঠো।” বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিতে চাইলেন, মুখ্যমন্ত্রী হতে গেলে যোগী আদিত্যনাথের মত কড়া পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে হিংসার ঘটনা ঘটলেও, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত নরম সুর পোষণ করছেন, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!