এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ১৬ আগস্টেই কেন খেলা দিবস? বড় যুক্তি সামনে আনলেন মমতা!

১৬ আগস্টেই কেন খেলা দিবস? বড় যুক্তি সামনে আনলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সবথেকে বড় স্লোগান ছিল “খেলা হবে।” যে স্লোগানকে সামনে রেখে বাজিমাত করেছিল শাসক শিবির। আর ক্ষমতায় আসার পরেই বিধানসভায় এই “খেলা হবে” দিবস পালন করা হবে বলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই খুশির আবহ তৈরি হয়েছিল দলের নেতা কর্মীদের মধ্যে।

আর এবার শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে সেই “খেলা হবে” দিবস আগামী আগস্ট মাসের 16 তারিখে পালন করা হবে বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই এরপরেই ব্যাপক উচ্ছাস তৈরি হয় তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে‌। তবে আগস্ট মাসের 16 তারিখ “খেলা হবে” দিবস পালনের জন্য কেন বেছে নিলেন তৃণমূল নেত্রী! তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন। অবশেষে সেই “খেলা হবে” দিবসের দিন নিয়ে ব্যাখ্যা দিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে এই ব্যাপারে নিজের যুক্তি সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রতি বছর আগস্ট মাসের 16 তারিখে “খেলা হবে” দিবস পালন করা হবে বলে জানিয়ে দেন তিনি। কিন্তু কী কারণে এই দিনটিকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী? এদিন এই প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “1980 সালে ইডেন গার্ডেন্সে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা মাথায় রেখেই এই খেলা হবে দিবস পালন করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

16 আগস্ট স্বাধীনতার ঠিক পরের দিন পালন করা হবে খেলা হবে দিবস। দেশের স্বাধীনতা আজ বিপন্ন। দেশের মানুষের কন্ঠরোধ করা হচ্ছে। দেশ যাতে এই সমস্ত কিছু থেকে মুক্তি পায়, মানুষের স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে, সেজন্যই এই খেলা হবে দিবস পালন করা হবে।” জানা গিয়েছে, “খেলা হবে” দিবসের দিন এক লক্ষ ফুটবল বিভিন্ন ক্লাবগুলোকে প্রদান করা হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের 16 আগস্ট খেলা হবে দিবস ঘোষণা করার পর নানা মহলে এই দিনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে নিজের যুক্তি সামনে এনে তার ব্যাখ্যা করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী প্রচারে তৃণমূলের পক্ষ থেকে প্রতি মঞ্চ থেকেই “খেলা হবে” স্লোগান নিয়ে গান তৈরি হয়েছিল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য শেষে ‘খেলা হবে তো!’ এই রকম প্রশ্ন জনতার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলেন। যাকে কেন্দ্র করে বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছিল কটাক্ষ। এমনকি স্বয়ং নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই “খেলা হবে” স্লোগান নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, “দিদি খেলা হবে, কিন্তু সেটা বিকাশের খেলা হবে।

উন্নয়নের খেলা হবে।” তবে সেই “খেলা হবে” স্লোগানে যে ব্যাপক বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত 16 আগস্ট “খেলা হবে” দিবস পালন করা হবে বলে জানা যায়। তবে তারপরে বিরোধীরা আবার কটাক্ষ করতে শুরু করে। তবে এবার সেই দিনের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!