এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সাধের রূপশ্রী প্রকল্প নিয়ে বড়সড় দুর্নীতি, চক্ষু চড়কগাছ প্রশাসনের!

মমতার সাধের রূপশ্রী প্রকল্প নিয়ে বড়সড় দুর্নীতি, চক্ষু চড়কগাছ প্রশাসনের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যের কোনো পরিবারের মেয়েদের বিয়ে নিয়ে যাতে বাবা-মাকে কোনো চিন্তা করতে না হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে “রূপশ্রী” প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। যেখানে বিবাহযোগ্যা মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে 25 হাজার টাকা সরকারের পক্ষ থেকে প্রদান করা হত। কিন্তু সরকারের এই অভূতপূর্ব প্রকল্প নিয়ে মাঝেমধ্যেই দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। আর এবার আরও একটি ঘটনা প্রকাশ্যে এল। যেখানে এক ব্যক্তির অজান্তে তার ব্যাংকের অ্যাকাউন্ট এবং ফেসবুক ব্যবহার করে সরকারের এই প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আরও এক ব্যক্তির বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে রীতিমতো চক্ষুচড়কগাছ হয়ে গিয়েছে স্থানীয় প্রশাসনের।

সূত্রের খবর, নলহাটি এলাকায় বিডল চৌকি গ্রামের বাসিন্দা বলে পরিচিত মেহেরা বিবি দুই মেয়েকে নিয়ে তার সংসার যাপন করেন। সম্প্রতি তার প্রতিবেশী রহমা বিবি নামে এক মহিলা তাকে এসে জানায় যে, তার ভাসুর টাকা পাঠাবে। আর সেই কারণেই তার ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসবুক যেন দেওয়া হয়। পরবর্তীতে মেহেরা বিবি তা দিয়ে দেন সেই মহিলাকে। এরপরে সেই মেহেরা বিবি না জানা সত্ত্বেও তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় সরকারের রূপশ্রী প্রকল্পের 25 হাজার টাকা।

পরবর্তীতে ব্যাংকের পাসবুক এবং অ্যাকাউন্টকে ব্যবহার করে অভিযুক্ত রহমা বিবি সেই 25 হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমনিতেই রূপশ্রী প্রকল্প পাওয়ার সঠিক উপভোক্তা নন মেহেরা বিবি। কিন্তু তা সত্বেও তার অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে যেভাবে রহমা বিবি সরকারের 25 হাজার টাকা তুলে নিয়েছেন, তাতে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে যার অ্যাকাউন্ট ব্যবহার করে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে, সেই মেহেরা বিবি বলেন, “এখন রূপশ্রী প্রকল্পে দুর্নীতির কথা জানতে পেরে আমার সন্দেহ হয়। ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করলে দেখতে পাই যে, আমার অ্যাকাউন্টে যে 25 হাজার টাকা ঢুকেছিল, ওটা বোম্বে থেকে পাঠানো কারও টাকা নয়। ওটা সরকারি রূপশ্রী প্রকল্পের টাকা।” কিন্তু কেন এভাবে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা হল? এদিন এই প্রসঙ্গে অভিযুক্ত রহমা বিবির মেয়ে চ্যামেলি বিবি বলেন, “আমার মেয়ে শ্বশুর বাড়িতে আছে। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন।”

এদিকে গোটা ঘটনায় প্রকাশ্যে আসার পর রীতিমতো হতবাক প্রশাসনের আধিকারিকরা। গোটা বিষয়ে পুলিশকে পদক্ষেপ গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে জানিয়ে দিয়েছেন স্থানীয় বিডিও হুমায়ুন চৌধুরী। তবে সরকারের এই প্রকল্পকে ঘিরে যদি এইরকম চক্রান্ত এবং টাকা আত্মসাৎ করার ঘটনা ক্রমবর্ধমান পর্যায়ে চলতে থাকে, তাহলে প্রকৃত উপভোক্তারা যে সুযোগ থেকে বঞ্চিত হবেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই অবিলম্বে এই ব্যাপারে সরকারের সচেতনতা এবং সঠিক দৃষ্টি প্রয়োজন বলেই দাবি করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!