এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাসকদলের চিন্তা বাড়িয়ে দিলীপ ঘোষের হাত ধরে কলেবরে বাড়ছে বিজেপি শিক্ষক সেল

শাসকদলের চিন্তা বাড়িয়ে দিলীপ ঘোষের হাত ধরে কলেবরে বাড়ছে বিজেপি শিক্ষক সেল


বাংলায় তৃণমূল নেত্রীর ৪২ এ ৪২ আর দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে চুরমার করে বিজেপি লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ টি আসন ছিনিয়ে নিয়েছে। আর তারপরেই যেমন জল্পনা করা হচ্ছিল, তেমনই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপিতে যোগদানের রীতিমত হিড়িক পরে গেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষই হোন বা কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বা জেলার নেতা – কারোর না কারোর হাত ধরে বিজেপিতে যোগদানের খবর এখন রোজই শিরোনামে।

সেরকমই, গতকাল কলকাতায় ন্যাশনাল লাইব্রেরীর অডিটোরিয়াম হলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাসের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ উন্নয়ন এবং পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতি এই দুটি অরাজনৈতিক সংগঠন যোগ দিল গেরুয়া শিবিরে। যোগদানকারীরা দাবি করেন, পশ্চিমবঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের আন্দোলনের স্বার্থে রাজনৈতিক ছত্রছায়ায় এসে ভারতীয় জনতা পার্টির সাথে তাঁরা যুক্ত হলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, বিজেপির তরফে জানানো হয়েছে, যোগদানকারী সংগঠন দুটি বিজেপি শিক্ষক সেলের সাথে মিশে গেল। এই দুটি সংগঠনের সমস্ত সদস্যরা গতকাল থেকে বিজেপি শিক্ষক সেলের মধ্যে অন্তর্ভুক্ত হলেন। বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস বলেন, শিক্ষা এবং কর্মচারী বিষয়ক বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলি আমার সাথে যোগাযোগ করছে এবং তাঁরা বিজেপি শিক্ষক সেলের সাথে যুক্ত হতে চান। আমরা সমস্ত দিক বিবেচনা করে তাঁদের যোগদানের সিদ্ধান্ত নিচ্ছি।

তবে, এই দুই সংগঠনের যোগদানে বিজেপির শিক্ষক সেল কলেবরে বৃদ্ধি পাওয়ায় তা রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তা এবার বহুগুন বাড়িয়ে দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। কেননা, এই মুহূর্তে পিআরটি স্কেল থেকে শুরু করে, ‘বদলি সন্ত্রাস’ বিভিন্ন ইস্যুতে রাজ্যের শিক্ষক সমাজ রীতিমত ক্ষিপ্ত রাজ্য সরকারের উপর। আর তাই, রাজ্যের বর্তমান প্রধান বিরোধী বিজেপির ছত্রচ্ছায়ায় এসে শিক্ষকরা সরকার বিরোধী আন্দোলন তীব্রতর করে চাপ বাড়াবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!