তৃণমূলে ছেড়ে এবার বিজেপিতে যোগদানের পথে চার বিধায়ক, জল্পনা তুঙ্গে রাজ্য June 17, 2019 লোকসভা ভোট মেটার পর প্রায় রোজই তৃণমূল ছেড়ে একে একে বহু বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন। আর সেই ধারা অব্যাহত রেখে আজ ও নাকি তৃণমূল ছেড়ে চার বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জোর জল্পনা ছড়িয়েছে। আর চার জন বিধায়ক হলেন সুনীল সিং , যিনি গতকালই দিল্লির উদেশ্যে রওনা দিয়েছিলেন। অন্য আর একজন বিধায়ক হলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, বনগাঁ পুরসভার ১৪ জন কাউন্সিলর ও ১৫টি পঞ্চায়েতের সদস্যদের নিয়ে বিশ্বজিৎও নাকি দিল্লি চলে গিয়েছেন। সুনীলদের সঙ্গে তিনিও নাকি দলবল নিয়ে যোগ দেবেন গেরুয়া শিবিরে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে দলে রয়েছেন মেদিনীপুরের আরো দুজন বিধায়ক। তবে তাঁরা করা সে নিয়ে এখনো কিছু জানা যায় নি।যদিও এই নিয়ে কোনো পক্ষই মুখ খোলেননি। কিন্তু জল্পনা অব্যাহত। আপনার মতামত জানান -