এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা নয়,২০১৯এ বিরোধী জোটের প্রধানমন্ত্রী নিয়ে মুখ খুললেন শরদ যাদব

মমতা নয়,২০১৯এ বিরোধী জোটের প্রধানমন্ত্রী নিয়ে মুখ খুললেন শরদ যাদব


চলতি মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের পরবর্তীতে বিজেপি শক্তিকে প্রতিহত করে কংগ্রেস এবং জেডিএস জোট সরকার গঠন করে। এই ঘটনায় মুখে স্বীকার না করলেও গেরুয়া শিবির যে ঐ রাজ্যে যথেষ্ট বেকায়েদায় তা আলাদা করে বলার দাবি রাখে না। তবে রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে আঞ্চলিক দলগুলির সমন্বয়ে গঠিত সম্ভাব্য অবিজেপি জোট থেকেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন। তবে কে হতে চলেছে সেই সম্ভাব্য প্রধানমন্ত্রী সে বিষয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে জনতা দল ইউনাইটেডের নেতা শরদ যাদব একটি সর্ব ভারতীয় সংবাদপত্রকে নিজের অভিমত জানিয়ে বললেন, বর্তমান সময়ে একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে যার জেরে এই সময়ে বিরোধীদের জোট করারটা প্রয়োজন হয়ে পড়েছে। প্রসঙ্গত কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী সম্প্রতি প্রকাশ্য জনসভায় জানিয়েছেন যে আগামী বছরে দেশের প্রধানমন্ত্রী পদে তাঁর নাম প্রস্তাব করা হলে তিনি সেই প্রস্তাব সাদরে গ্রহণ করবেন। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার প্রসঙ্গে শরদ যাদব জানালেন, “কংগ্রেসই হল একমাত্র দল যা গোটা দেশে বিরাজ করছে সেক্ষেত্রে জোট হলে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে ভোটের আগেই জোটের নেতা ঠিক করতেই হবে এমন নয় এবং কংগ্রেসও চায় আগে বিরোধীদের একত্র করতে । ” নেতৃত্বের প্রসঙ্গে তিনি মোরারজি দেশাই, ভিপি সিং এবং এইচডি দেবগৌড়ার নামোল্লেখ করে বললেন , এই তিন জন প্রধানমন্ত্রী জোটের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন আর এই নেতা নির্বাচন হয়েছিল ভোটের ফল প্রকাশের পর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!