এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “25 টি ব্লকে নমিনেশন করতে দেয়নি” নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু!

“25 টি ব্লকে নমিনেশন করতে দেয়নি” নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার কার্যত আদালত থেকে শুরু করে রাজভবনের চাপের মুখে ব্যাকফুটে পড়ে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে বিরোধীদের পক্ষ থেকে তো লাগাতার কটাক্ষ তো রয়েছেই। স্বভাবতই এবার দলীয় সভা থেকে 25 টি ব্লকের মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি বলে সেই কমিশনের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা, পোষ্য কমিশনার 25 টি ব্লক ঘিরে রেখে মনোনয়ন জমা করতে দেয়নি।

প্রসঙ্গত, এদিন একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “গণতন্ত্রের পূজারিনী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ত্রিপুরাতে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। আমরা তো এখানে করতে দিয়েছি। শুনে রাখুন, এই মমতা ব্যানার্জির চটি চাটা, পোষ্য কমিশনার 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 25 টি ব্লক ঘিরে রেখে মনোনয়ন জমা করতে দেয়নি।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার কমিশনকে ব্যাকফুটে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রমাণ করার চেষ্টা করলেন, কমিশনের অপদার্থতার বিষয়টি। এক্ষেত্রে রাজ্যের কথামতোই যে নির্বাচন কমিশন চলছে, তা আরও একবার জনসম্মুখে তুলে ধরে শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!