এখন পড়ছেন
হোম > অন্যান্য > ইসলামের ‘অবমাননা’ করে এবার কট্টরপন্থীদের রোষে স্বয়ং আমির খান কন্যা! কারণ জানলে চমকে উঠবেন!

ইসলামের ‘অবমাননা’ করে এবার কট্টরপন্থীদের রোষে স্বয়ং আমির খান কন্যা! কারণ জানলে চমকে উঠবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ট্যাটুকে বর্তমানে ফ্যাশন ট্রেন্ড বলেই মনে করেন অনেকে। বস্তুত ট্যাটু বা উলকি এক ধরনের অঙ্গ পরিমার্জন বা অঙ্গ সাজানোর পরিকল্পনা, যেখানে একটি নকশা কালি, রং এবং রঙ্গকের সাহায্যে ত্বকে ফুটিয়ে তোলা হয়। এটি স্থায়ী বা অস্থায়ী দুই রকমেরই হতে পারে বলে জানা গেছে। ইতিহাস অনুযায়ী জানা যায়, এটি মূলত অস্ট্রোনীয়দের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ছিল।

ইন্দো-প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতে অস্ট্রোনীয় সম্প্রসারণের আগে, এটি খ্রিস্টপূর্ব ১৫০০ বছরের এর আগেই তাইওয়ান এবং উপকূলীয় দক্ষিণ চীন প্রোটো-অস্ট্রোনেশিয়ানদের একটি প্রাথমিক শিল্প প্রযুক্তি ছিল বলে জানা যায়। বস্তুত, উল্কিগুলিকে বৈশিষ্ট্য অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা যায় –
১) নিখুঁতভাবে অলংকৃত, যেখানে কোনও নির্দিষ্ট অর্থ ছাড়াই নকশা করা হয়।
২) প্রতীকী অর্থাৎ যেখানে উল্কা পরিধানকারীর সাথে নকশার প্রাসঙ্গিক নির্দিষ্ট অর্থ থাকে।
৩) সচিত্র অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বা আইটেমের ছবি এক্ষেত্রে আঁকা হয়।

সম্প্রতি জানা গেছে, সেই ট্যাটু শিল্পে মজেছেন আমির কন্যা ইরা খান। আমির এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী রীণা দত্তর মেয়ে এই ইরা। জানা যায় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নানা ধরনের এক্সপেরিমেন্ট করতেও বেশ ভালবাসেন বলেই মনে হয়। তাঁকে কখনও নাট্য নির্দেশনা করতে, আবার কখনও ফ্যাশনেবল পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। সম্প্রতি তাঁকে নিয়েই তৈরি হয়েছে সোশাল মিডিয়ায় নতুন ঝামেলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এটা প্রথম না, এর আগেও তুরস্ক সফরের জন্য নেটদুনিয়ার একাংশের রোষের মুখে পড়তে দেখা গিয়েছিল আমির খানকে। তবে এবার কি এমন হলো যে, তাঁর মেয়েকেও ‘ইসলাম বিরোধী’ কাজের জন্য কট্টরপন্থীদের রোষানলে পড়তে হল! জানা গেছে, নিউ নর্মালে ট্যাটু তৈরি করতে শিখছেন ইরা। আবার নিজের শেখা প্রথম ট্যাটু তাঁকে নিজে প্রশিক্ষকের হাতেই আঁকতেও দেখা গেছে। সেই সঙ্গে সেই ঘটনার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি।

সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন ট্যাটু আঁকার শিল্পকে বিকল্প পেশা হিসেবে বেছে নেবেন বলেই আপাতত ভাবছেন। আর এতেই ক্ষোভ দেখা গেছে কিছু কট্টরপন্থীদের। সোশাল মিডিয়ায় আপলোড করা সেই ছবি এবং ভিডিও দেখেই কট্টরপন্থীরা নানা কথা বলতে থাকেন। এই প্রসঙ্গে একজনকে লিখতে দেখা যায় যে, আপনি কেমন মুসলিম? ইসলামে ট্যাটু হারাম, জানেন না? শুধু তাই নয়, কেউ কেউ বলেন, প্রার্থনা করেছেন? জানেন না আল্লা ট্যাটু পছন্দ করেন না।

এমনই সব মন্তব্যে ভরে যেতে দেখা গেছে ইরার আপলোড করা ছবি-ভিডিওর কমেন্টে। তবে এর অন্যথাও হয়েছে। অনেককে আবার আমির খানের মেয়ের পাশে দাঁড়াতেও দেখা গেছে। আর সেই জায়গায় মতমত জানিয়েছেন তাঁর বাবা মাও। তাদের মতে, তাঁরা নিজের মেয়েকে তাঁর ইচ্ছে অনুযায়ী বাঁচার এবং কাউকে জবাবদিহি না করার পরামর্শই দিয়েছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!