এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ৩% ডিএ ঘোষণাতেই মিটে গেছে সব ক্ষোভ? এবার শিক্ষকদের আরও ব্যাপকভাবে ময়দানে নামাতে চায় তৃণমূল

৩% ডিএ ঘোষণাতেই মিটে গেছে সব ক্ষোভ? এবার শিক্ষকদের আরও ব্যাপকভাবে ময়দানে নামাতে চায় তৃণমূল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষোভ দীর্ঘসময়ের। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্যদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মালদহ জেলায় শিক্ষক-শিক্ষিকাদের কাছে শাসক দল তৃণমূলের প্রচারে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাতে চলেছে মালদহ জেলা তৃণমূলের একাধিক শাখা সংগঠন।

জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিক্ষক, শিক্ষিকারা যদি তৃণমূলের হয়ে প্রচারকার্যে নামেন, তাহলে নির্বাচনে যথেষ্ট সুবিধাজনক অবস্থায় পৌঁছে যাবে তৃণমূল। আবার, মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প জনগণের পৌঁছে দিতে আরও কি কি পরিকল্পনা গ্রহণ করা যায়? এই সমস্ত বিষয়ে আলোচনা করতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি সভা ডাকতে চলেছে মালদহ জেলা তৃণমূল। এই সভার আয়োজন দ্রুতই করা হবে বলে, তৃণমূল সূত্রের খবর।

প্রসঙ্গত, মালদহ জেলাতে ৫০০ র বেশি উচ্চ বিদ্যালয়, ৮০ র বেশি হাই মাদ্রাসা আছে। আবার, এই জেলায় প্রায় ২ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। জেলাতে সমস্ত বিদ্যালয় মিলিয়ে কয়েক হাজার শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্য শিক্ষাকর্মী আছেন। যাদেরকে একত্রিত করে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করতে চাইছে জেলা তৃণমূল শিবির।

এ প্রসঙ্গে জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের জনৈক প্রবীণ নেতা জানালেন যে, শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যে গভীর সম্পর্ক রাখার প্রয়োজন ছিল, তা আগে জেলা সংগঠন ঠিকমত বুঝতে পারে নি। শিক্ষক-শিক্ষিকাদের মতামতকে এখনও অনেকেই গুরুত্ব দিয়ে শুনে থাকেন। সংগঠনের নেতৃত্ব যদি তাঁদেরকে দলের প্রচারের কাজে আনতে পারেন। তবে তার সুফল মিলবে।

আপনার মতামত জানান -

অন্যদিকে, জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করতেই সংগঠন নতুন ভাবে উজ্জীবিত হয়েছে। সংগঠনের জনৈক নেতা জানালেন যে, পূর্বে শিক্ষক-শিক্ষিকাদের কাছে গেলে তাঁরা মহার্ঘভাতার বিষয়ে প্রশ্ন করতেন। শিক্ষক-শিক্ষিকাদের নেতারা এ বিষয়ে আশ্বস্ত করলেও, কবে থেকে মহার্ঘ ভাতা পাওয়া যাবে? তা তাঁরা নিশ্চিত করে বলতে পারতে না। কিন্তু এখন মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করে দেওয়ায়, নতুন উৎসাহে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।

অন্যদিকে এই সংগঠনের মালদহ জেলা সভাপতি বিপ্লব গুপ্ত জানালেন, ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, প্রবল আর্থিক সমস্যার বোঝা থাকার পরেও সরকারি কর্মচারী থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই তাঁর বিবেচনার মধ্যে রয়েছেন। শিক্ষক-শিক্ষিকাদের বাড়ির কাছে বদলির সুযোগ দেওয়া থেকে শুরু করে পে কমিশন, মহার্ঘ ভাতা ঘোষণা – একের পর এক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা তাই শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ জানাব, নির্বাচনের আগে থেকেই রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। ”

তবে, এ প্রসঙ্গে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলের হয়ে প্রচারে কখনোই নামবেন না শিক্ষক-শিক্ষিকারা। এ প্রসঙ্গে জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানালেন যে, সরকারি কর্মী, শিক্ষক-শিক্ষিকা সহ সবাইকে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে তৃণমূল সরকার। এখন বিদায়কালে এসে ৩ % মহার্ঘ ভাতার কথা ঘোষণা করে তাঁদের মন ভোলাতে চাইছে। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে তাঁদেরকে তাঁদের প্রাপ্য মর্যাদা ও বেতন দুটোই দেয়া হবে। বস্তুত, ৩ % মহার্ঘ ভাতার ঘোষণাতেই শিক্ষক-শিক্ষিকারা শাসকদলের প্রতি সমস্ত ক্ষোভ ভুলে দলের হয়ে প্রচারে নামবেন কিনা? সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!