এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুরু হয়ে গেল উপনির্বাচনের পূর্ব প্রস্তুতি! উপনির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক কমিশনের!

শুরু হয়ে গেল উপনির্বাচনের পূর্ব প্রস্তুতি! উপনির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন রাজ্য সহ  এরাজ্যেও উপ নির্বাচন নিয়ে বেশ কিছুদিন থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি । বিশেষত বাংলায় বেশ কিছু আসনে উপনির্বাচন করানোর জন্য তৎপর হয়ে উঠেছিল রাজ্যের শাসক দল। প্রসঙ্গত উল্লেখ্য ভবানীপুর, খড়দহ , গোসাবা , শান্তিপুর , দিনহাটা , মুর্শিদাবাদে সিরাজগঞ্জ ও জঙ্গিপুরে উপ নির্বাচন হওয়ার কথা ।  আজ উপ নির্বাচনের জন্য কমিশনের তরফ থেকে একটি ফুল বেঞ্চ  বৈঠক হয় সেখানে জানতে চাওয়া হয়েছিল উপনির্বাচন নিয়ে বিভিন্ন দলের মতামত আর সেই মতামত নিয়েই এই বৈঠকে মুখ্যসচিবের কথাও তুলে ধরে ।  সূত্রের খবর অনুযায়ী জানা যায়  বুধবার বৈঠকে কমিশন উপনির্বাচন নিয়ে তৈরি থাকতে বলেছে সমস্ত রাজ্যকে  ,উপনির্বাচন প্রচার এর গাইডলাইন সহ কিভাবে ভোট সম্ভব হবে তা নিয়ে আলোচনা করা হতে পারে । তবে রাজ্যের তৃণমূল সরকার পুজোর আগেই ভোট করার পক্ষে যদিও বিরোধীদল গেরুয়া শিবির  করোনাকে হাতিয়ার করে এখনি ভোট করাতে নারাজ , তবে এখনো পর্যন্ত উপনির্বাচনের কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!