এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘নীতি-আদর্শহীন দল’ ও ‘ফ্যাসিস্টের’ তকমায় বামফ্রন্ট ও তৃণমূলকে একাসনে বসালেন মুকুল রায়

‘নীতি-আদর্শহীন দল’ ও ‘ফ্যাসিস্টের’ তকমায় বামফ্রন্ট ও তৃণমূলকে একাসনে বসালেন মুকুল রায়

‘নীতি-আদর্শহীন দল’ ও ‘ফ্যাসিস্টের’ তকমায় বামফ্রন্ট ও তৃণমূলকে একাসনে বসালেন মুকুল রায় । রাজ্যে মনোনয়ন ঘিরে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে ,আর এই নিয়েই মমতা ব্যানার্জীর সরকারকে দুষলেন মুকুল রায়। এদিন বিজেপি নেতা মুকুল রায় তিন দশক রাজ্যের শাসন ক্ষমতায় থাকা বাম শিবিরের সাথে তৃণমূল কংগ্রেসের তুলনা টেনে বললেন মাত্র ক বছর আগে তেত্রিশ বছর ক্ষমতায় থাকা সিপিএম সরকার যেভাবে নিজেদের পতন ত্বরাণ্বিত করেছিলো সেইভাবেই মাত্র ৭ বছর ক্ষমতায় থেকে তৃণমূল কংগ্রেস সেই আচরণ করছে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনে মুকুল বাবু এদিন বললেন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর মনোনয়ন শুরু হতেই তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন রাজ্য বিজেপির সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুকুল বাবু রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র ধীক্কার জানিয়ে বললেন, ” তৃণমূল একটা নীতি-আদর্শহীন দল। শুধু সন্ত্রাস করে জিততে চায় এরা। দিকে দিকে সেই নমুনা ফুটে উঠছে।বীরভূম, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা- সর্বত্রই বিডিও অফিসে দুষ্কৃতীবাহিনী মোতায়েন করে রেখেছে তৃণমূল। বিরোধীরা মনোনয়ন পেশ করতে গেলেই তাঁরা মারধর করছে প্রার্থী ও বিরোধী দলের নেতা-কর্মীদের। তাঁদের দলের নেতাদের মেরে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে।” এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে মুকুল বাবু বললেন, “মুখ্যমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলেন, আদপে তিনি ফ্যাসিবাদ কায়েম করছেন রাজ্যে। মুকুলের দাবি, কোনও আদর্শ নেই, নীতি নেই তৃণমূলে। কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে বামপন্থী দলগুলিও চলে একটা নীতির উপর। কিন্তু তৃণমূল ওসব নীতি-আদর্শের ধার ধারেন না।” এদিন মুকুল বাবু আরো দাবি করে বললেন যে ,”সন্ত্রাস করে বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল। মানুষের জয় হবেই। বাংলার মানুষ এখন বিজেপিকেই চায়। আর দেশের গণতন্ত্রকে এত সহজে বিনষ্ট করা যাবে না। তৃণমূল কংগ্রেস উচিত শিক্ষা পাবে অচিরেই।” এই নিয়ে এখনো পর্যন্ত কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের তরফ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!