এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘টিকিট মানে তোলাবাজির লাইসেন্স !’ বিস্ফোরক সিপিএম নেতা সুজন চক্রবর্তী !

‘টিকিট মানে তোলাবাজির লাইসেন্স !’ বিস্ফোরক সিপিএম নেতা সুজন চক্রবর্তী !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যে রাজ্যের চার পৌরনিগমে বেজে গেছে ভোটের ঘণ্টা । প্রার্থীতালিকাও প্রাকাশিত হয়েছে তবে এবারে এই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে রাজ্যের শাসকদলের  নেতাদের মধ্যে যে একটা ভিতরে ভিতরে অন্তরদ্বন্দ অচীরেই ফুটে উঠছে ।প্রসঙ্গ উল্লেখ্য যে কিছুদিন আগেই  কামারহাটির তৃণমূল দলীয় বিধায়ক মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করেন ।

আর এদিন সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে সৌগত রায় জানান তিনি যতদিন রাজনীতি তে থাকবেন মাথা ঊঁচু কেরে থাকবেন ।আবার মদন মিত্রর মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘কখন কী যে বলে! কোনটা নিয়ে বলব ওর? কামারহাটিতে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব ঠিক করে দিয়েছেন। কামারহাটিতেও দেখা হয়েছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শাসক দলের এই  অন্তরদ্বন্দকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিরোধী শিবির ।এদিন  সৌগত-মদন সংঘাতের প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে সিপিএম নেতা সুজন বলেন সবটাই তোলা তোলার লড়াই চলেছে । একটা টিকিট মানে তোলাবাজির লাইসেন্স।সেই সাথে তিনি আরো জানান যে  ‘উনি কী বলছেন, তার কী জবাব দেব ! আসলে সবটাই তোলা তোলার লড়াই চলেছে। একটা টিকিট মানে তোলাবাজির লাইসেন্স। তবে মদন মিত্রকে উত্তর দিতে হবে, কেন সেদিন বনধ হল? কার স্বার্থে? উনি সমর্থন করলেন? আর মমতা তো বনধ-বিরোধী। এখানে চুপ করে বসে ছিলেন কেন?’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!