এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘সব আমলই দেখেছি এটাও দেখে যাব ,মাথা উঁচু করেই থাকবো’ ! মদনের আক্রমণে পাল্টা সৌগত রায় !

‘সব আমলই দেখেছি এটাও দেখে যাব ,মাথা উঁচু করেই থাকবো’ ! মদনের আক্রমণে পাল্টা সৌগত রায় !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দরজায় পৌরভোটের কড়া নাড়ছে আর এমত অবস্থায় কাদা ছোড়াছুড়ি অবস্থা শুরু হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের ভিতরে । সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে  ,কামারহাটি বিধানসভায় তৃণমূলের প্রার্থী নিয়ে অসন্তোষকে কেন্দ্র করে তৃণমূলের নেতাদের মধ্যে সংঘাত চড়মে উঠে আর  এই সংঘাতকে  কটাক্ষ করছে বিরোধীরা ।

এর ফল স্বরুপ  বিরোধীরা যে এক প্রকার বাড়তি মাইলেজ পাচ্ছে তা বলাই চলে মনে করছেন বিশেষজ্ঞরা ।  কিছুদিন আগেই কামারহাটির বিধায়ক মদন মিত্র তীব্র আক্রমণ করে বলেছিলেন যে  ‘একজন নেতা বার বার এখানে এক কথা বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে ভুল বোঝান। কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন আর শুধু লুঙ্গি পরে বসে বসে কাজু  কাবাব খান।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর এদিন বিধায়ক মদন মিত্রের এই বক্তব্যের পাল্টা জবাব দেন সাংসদ সৌগত রায় । তিনি জানান  ‘যে সব নোংরা জঘন্য কথা বলছে, তার জবাব দিতে রুচিতে বাধে। কেউ গালাগাল দিয়ে নোংরা কথা বলে আমাকে রাজনীতি থেকে সরাতে পারবে না। তাহলে ৬৫-৬৬ থেকে একটানা রাজনীতি করতে পারতাম না, কংগ্রেস, সিপিএম, নকশাল, সব আমলই দেখেছি। এই আমলটাও দেখে যাব। যতক্ষণ রাজনীতিতে আছি, মাথা উঁচু করেই থাকব। আর ধুতি পরেই থাকব, কারও কথায় আমার পরিবর্তন হবে না। যারা আমার বিরুদ্ধে খারাপ কথা বলছে, পাবলিকলি তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। কর্মীরা প্রতিক্রিয়া দেবে। আমি কারও বিরুদ্ধে নাম করে বলে জাতে তুলতে চাই না। আমি কারও বিরুদ্ধে কিছু বলতেও চাই না। দল যে সিস্টেম দিয়েছে, সেই সিস্টেমে পার্থ-সুব্রতরা লিস্ট ফাইনাল করেছে। তাতে মমতার অ্যাপ্রুভাল আছে, সেটাই হবে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!