এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘বুড়ো ভাম’ ‘গদ্দার’ গেরুয়া হতেই ‘আমার বন্ধু’, তোলপাড় রাজ্য-রাজনীতি

‘বুড়ো ভাম’ ‘গদ্দার’ গেরুয়া হতেই ‘আমার বন্ধু’, তোলপাড় রাজ্য-রাজনীতি


মুকুল রায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর স্বয়ং দলনেত্রী তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। সাংবাদিকদের সামনে ‘কাছাখুলে’ আক্রমনের দায়িত্ত্বে ছিলেন দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সুযোগ পেয়েই মুকুলবাবুকে গাদ্দার থেকে শুরু করে কাঁচা ছেলে, বুড়ো ভাম প্রভৃতি বিশেষনে বিভূষিত করে ছেড়েছিলেন পার্থ বাবু। আর প্রত্যুত্তরে ষাঠোর্ধ পার্থবাবুকে বাচ্চা ছেলে বলে কথার লড়াই জারি রেখেছিলেন মুকুল বাবু।
আর আজ যখন মুকুল রায়ের বিজেপিতে যোগদান প্রায় চূড়ান্ত তখন হঠাৎই পার্থবাবু সাংবাদিকদের সামনে মুকুলবাবুকে ‘আমার বন্ধু’ বলে উপস্থিত সকলকে চমকে দিলেন। এদিন পার্থবাবু বলেন, রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকতেই পারে, তা বলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, ও তো আমার বন্ধু৷ আর এতেই গুঞ্জন শুরু হয়ে গেছে রাজনৈতিকমহলে। হঠাৎ করে কি এমন হল যে ওইরকম চূড়ান্ত আক্রমনের রাস্তা থেকে একেবারে ‘বন্ধুত্ত্বের’ মোড়ক! একি দলনেত্রীর নির্দেশে ড্যামেজ কন্ট্রোল, নাকি দলীয় পথের বিরুদ্ধে হেঁটে ব্যক্তিগত উদ্যোগ? একদা দলের দুনম্বর বিজেপিতে গিয়ে মুখ খুললে অনেকেই বিপদে পড়বেন বলে আগে থেকে ‘বন্ধুত্ত্বের হাত’ বাড়ানো নাকি অন্য কিছু? উত্তর দেবে আগামী দিনই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!