এখন পড়ছেন
হোম > জাতীয় > জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একনজরে বিজেপির সর্বভারতীয় সভাপতির তালিকা

জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একনজরে বিজেপির সর্বভারতীয় সভাপতির তালিকা


সদ্য প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী। তাঁর আর একটি বড় পরিচয় ভারতীয় জনতা পার্টির তিনি প্রথম সর্বভারতীয় সভাপতি। এই পরিচয় এত বড় এইজন্যেই যে মাত্র দুজন সাংসদ নিয়ে পথ চলা শুরু করে মাত্র ১৬ বছরেই তাঁর দেখানো পথে বিজেপি ভারতের একক বৃহত্তম দল হয়ে ওঠে, কেন্দ্রে সরকার পরিচালনার জায়গায় চলে যায়। আসুন একনজরে দেখে নেওয়া যাক জন্মলগ্ন থেকে কেন্দ্রের শাসকদলের এই গুরুত্ত্বপূর্ন পদটি কে কে সামলেছেন –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

১. ১৯৮০-১৯৮৬ – অটল বিহারি বাজপেয়ী
২. ১৯৮৬-১৯৯০ – লালকৃষ্ণ আডবাণী
৩. ১৯৯১-১৯৯৩ – ডাঃ মুরলি মনোহর জোশি
৪. ১৯৯৩-১৯৯৮ – লালকৃষ্ণ আডবাণী
৫. ১৯৯৮-২০০০ – কুশাভাউ ঠাকরে
৬. ২০০০-২০০১ – বঙ্গারু লক্ষণ
৭. ২০০১০২০০২ – কে জনা কৃষ্ণমূর্তি
৮. ২০০২-২০০৪ – এম বেঙ্কাইয়া নাইডু
৯. ২০০৪-২০০৫ – লালকৃষ্ণ আডবাণী
১০. ২০০৫-২০০৯ – রাজনাথ সিং
১১. ২০০৯-২০১৩ – নীতিন গড়করি
১২. ২০১৩-২০১৪ – রাজনাথ সিং
১৩. ২০১৪-বর্তমান – অমিত শাহ

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!