এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > রাজ্যজুড়ে যে ‘খুনোখুনি’ চলছে তার জন্য ‘প্রত্যক্ষভাবে’ দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো: সায়ন্তন বসু

রাজ্যজুড়ে যে ‘খুনোখুনি’ চলছে তার জন্য ‘প্রত্যক্ষভাবে’ দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো: সায়ন্তন বসু


দীর্ঘদিন ধরে মামলার জটে আটকে থাকার পর অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ে বাংলায় পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু হলে কি হবে – তার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন কোনা থেকে আসছে অশান্তির খবর। আর বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীদের অভিযোগের আঙ্গুল উঠছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে।

গতকাল এরকমই একটি ঘটনায় পুরুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বিজেপি-কর্মী নিরঞ্জন গোপ। আর এই নিয়ে গতকালই কলকাতায় রাজ্য সদর দপ্তরে প্রেস কনফারেন্স করেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। সেখানেই তিনি একরাশ অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আর আজ তিনি মৃত দলীয় কর্মী নিরঞ্জন গোপের পরিবারের পাশে দাঁড়াতে ও তাঁর অন্তিমকার্যে অংশগ্রহণ করতে ছুটে যান পুরুলিয়ায়। সেখানে জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান গ্রামের শ্মশানে – যেখানে তখনও দাউ-দাউ করে জ্বলছিল নিরঞ্জন গোপের চিতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

স্বাভাবিকভাবেই বিজেপির রাজ্য সম্পাদককে কাছে পেয়ে একরাশ অভিযোগ ও দুঃখের বিবরণী নিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত নিরঞ্জন গোপের বাবা। সায়ন্তনবাবু তাঁকে স্বান্তনা দেওয়ার পাশাপাশি বিজেপির তরফ থেকে যে তাঁর ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানো হবে ও সবরকম সাহায্য করা হবে সেকথা স্পষ্ট করে দেন।

আর এরপর তিনি মৃত নিরঞ্জন গোপের বাবাকে পাশে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ অভিযোগ তোলেন। তাঁর অভিযোগের নিশানায় এবার স্বয়ং মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো। যদিও কারোর নাম নেননি রাজ্য-বিজেপির অন্যতম শীর্ষনেতা, কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দেন রাজ্যজুড়ে যে ‘খুনোখুনি’ চলছে তার জন্য ‘প্রত্যক্ষভাবে’ দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো। শুধু তাই নয়, একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন – নাহলে রাজ্যজুড়ে যে অশান্তির বাতাবরণ চলছে তা আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সায়ন্তনবাবু আর কি বলেছেন দেখে নিন নিচের ভিডিওতে –

https://www.youtube.com/watch?v=yp7x-CLQUck

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!