এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য সরকারি দপ্তরের অস্থায়ী কর্মীদের জন্য বিশাল সুখবর – অবশেষে মিলল বড় স্বীকৃতি

রাজ্য সরকারি দপ্তরের অস্থায়ী কর্মীদের জন্য বিশাল সুখবর – অবশেষে মিলল বড় স্বীকৃতি

এবার সরকারের কারীগরী শিক্ষা দপ্তরের অধীনে থাকা ওয়েস্ট বেঙল স্টেট কাউন্সিল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অস্থায়ী কর্মীদের সংগঠনকে 1926 সালের ট্রেড ইউনিয়ন আইনে স্বীকৃতি দিল শ্রম দপ্তর। জানা গেছে, রাজ্য সরকারের অধীনে থাকা  বিভিন্ন সংস্থায় অনেক সংগঠনেরই এই শ্রম দপ্তরের স্বীকৃতি রয়েছে। কিন্তু সরকারের অস্থায়ী কর্মীদের স্বিকৃতি এই প্রথম দেওয়া হল।

জানা গেছে, নিউটাউনের কারিগরি ভবন থেকেই এই কাউন্সিলটি তাঁদের সব কাজ করে। সূত্রের খবর, দু মাস আগে শ্রম দপ্তরের কাছে এই কাজে স্বীকৃতি পাওয়ার জন্য এই আবেদন করা হলে গত 27 জুলাই কন্ট্রাক্টচুয়াল প্রোগ্রেসিভ এমপ্লয়িজ ইউনিয়নকে এই শ্রম দপ্তরের নথিভুক্তকরন সার্টিফিকেট দিয়ে জানানো হয় যে এইবার থেকে কর্মীরা তাঁদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করতে পারবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

জানা গেছে, সরকারের কর্মীদের যে প্রধান সংগঠনগুলি আছে তাঁদের একটিও শ্রম দপ্তরে ট্রেড ইউনিয়ন হিসাবে নথিভুক্ত না থাকায় এদিন তৃনমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় বলেন, “স্থায়ী সরকারী কর্মীদের কোনো সংগঠন ট্রেড ইউনিয়ন হিসাবে স্বীকৃতি পেতে পারে না। অন্যদিকে কো অর্ডিনেশন কমিটির সাধারন সম্পাদক বিজয়শঙ্কর সিনহা বলেন, “অস্থায়ী  কর্মীদের সংগঠন হওয়ার কারনেই এই ট্রেড ইউনিয়ন শ্রম দপ্তরের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে এতে আইএনটিইউসির অনুমোদন থাকলেও সরাসরি ট্রেড ইউনিয়ন একে স্বীকৃতি দিয়েছে এই ব্যাপারটি মানতে নারাজ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি মলয় মুখোপাধ্যায়।

জানা যায়, রাজ্যে তৃনমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই ফেডারেশনের পক্ষ থেকে সরকারি স্বীকৃতির জন্য নির্দিষ্ট নিয়ম চালুর দাবি তুললেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে কোনো স্বীকৃতি না থাকায় সরকারি দপ্তরের অনেক সোসাইটি রেজিস্ট্রেশন আইনে নিজেদের নাম নথিভুক্ত করে। এদিকে কোনো স্বীকৃতি প্রদান না হওয়ায় দপ্তরগুলিতে প্রচুর সংগঠন বেড়ে ওঠে। শুরু হয় বিরোধ ফলে এখন এই কমিটি গঠন হলেও সেই বিরোধ কতটা বাগে নিয়ে আসা যায় সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!