এখন পড়ছেন
হোম > রাজ্য > ভয়াবহ করোনা, বাজার করার সময়সীমা বেঁধে দিল প্রশাসন!

ভয়াবহ করোনা, বাজার করার সময়সীমা বেঁধে দিল প্রশাসন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। ভয়ংকরভাবে বাড়তে শুরু করেছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। বাংলায় নির্বাচন চলাকালীন সেই ভাইরাস আরও বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্যজুড়ে। আর এই পরিস্থিতিতে কিভাবে করোনা ভাইরাসকে আটকানো যায়, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে।

প্রত্যেককে মাস্ক পরা থেকে শুরু করে সামাজিক দূরত্ব পালন করার নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে এবার মানুষ যখন বাজারমুখী এবং সামাজিক দূরত্ব পালন করছেন না, ঠিক তখনই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল প্রশাসন। এবার বাজার করার ব্যাপারে সময়সীমা বেঁধে দেওয়া হল‌।

সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা এবং বরানগর পৌরসভার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাময়িকভাবে কিছুটা সময় বাজার খোলা থাকবে। অর্থাৎ করোনা ভাইরাসকে আটকানোর জন্যই যে এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, আপাতত সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত বরানগরের বাজার এবং দোকানপাট খোলা থাকবে। কিন্তু তারপরে আর কোনোরকম বাজার বা দোকান খোলা রাখা যাবে না।বিশেষজ্ঞদের একাংশ বলছেন, প্রায় এক বছর আগে করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন এই রকম পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছিল বিভিন্ন স্থানীয় প্রশাসন‌।

এক্ষেত্রে ভাইরাস যখন আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, তখন কোনো রাস্তা না দেখে আবার সেই পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রশাসনকে। এক্ষেত্রে বরানগরে সাময়িকভাবে বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আর প্রশাসনের এই সিদ্ধান্ত যে ভাইরাসের ঊর্ধ্বমুখীতার জন্যই, সেই ব্যাপারে নিশ্চিত সকলে।

সাময়িকভাবে মানুষ যাতে বাইরে না বেরোন এবং একে অপরের সঙ্গে সামাজিক দূরত্ব পালন করেন, তার জন্যই এই উদ্যোগ নিল প্রশাসন। তবে মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হলেও, তাকে কতটা মান্যতা দেন ব্যবসায়ী থেকে শুরু করে জনতা জনার্দন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!