এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শহীদ মিনার চত্ত্বরে হাজার হাজার কন্ঠে একটাই আওয়াজ – বেত নয়, বেতন চাই – উস্থি জিন্দাবাদ

শহীদ মিনার চত্ত্বরে হাজার হাজার কন্ঠে একটাই আওয়াজ – বেত নয়, বেতন চাই – উস্থি জিন্দাবাদ


প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা ইউইউপিটিডব্লুএর নেতৃত্ত্বে রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবিতে শহীদ মিনারের পাদদেশে শুরু হয়ে গেল ঐতিহাসিক আন্দোলন। সংগঠনের দাবিমতোই এই আন্দোলনের উদ্বোধন করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায়। আর আন্দোলন শুরু হতেই তীব্র আগ্রহ শুরু হয়ে গেছে তা নিয়ে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অধ্যাপক হরপ্রসাদ সমাদ্দার, অধ্যাপক ভাস্করচন্দ্র দাস, কবি দীপালি ভট্টাচার্য – একের পর এক সুশীল সমাজের প্রতিষ্ঠিত মুখ মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন – এই আন্দোলনের প্রতি নিজেদের সমর্থন জানিয়ে বক্তব্য রাখছেন। রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকদের স্বার্থরক্ষার্থে নিজেদের সমর্থন নিয়ে হাজির একের পর এক রাজ্য-রাজনীতির হেভিওয়েট রাজনৈতিক নেতা। উস্থি যেমন শিক্ষকদের স্বার্থ রক্ষার্থে নিজে একটি অরাজনৈতিক সংগঠন – তেমনই রাজনৈতিক নেতাদের উপস্থিতির মধ্যেও নেই কোনো ভেদাভেদ।

ইতিমধ্যেই নিজেদের সমর্থন নিয়ে সংগঠনের মঞ্চে উপস্থিত হয়েছেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী, বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, হাসানের বিধায়ক মিল্টন রশিদ, রাণীনগরের বিধায়ক ফিরোজা বেগম, বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো প্রমুখ রাজ্য-রাজনীতির প্রথমসারির জনপ্রতিনিধিরা। আর আন্দোলন শুরুর পরেই – এইভাবে সমর্থনের ঢেউ উপলব্ধি করে শহীদ মিনার চত্ত্বরে হাজার শিক্ষকের কন্ঠে উঠছে একটাই আওয়াজ – বেত নয়, বেতন চাই – উস্থি জিন্দাবাদ। দেখে নিন প্রাথমিক শিক্ষকদের সেই আন্দোলনের একটুকরো ছবি –

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!