এখন পড়ছেন
হোম > জাতীয় > লাইভ রেজাল্ট, মহারাষ্ট্র – ১:৩০ টা – একনজরে ভিভিআইপি প্রার্থী ও আসনের ফলাফল

লাইভ রেজাল্ট, মহারাষ্ট্র – ১:৩০ টা – একনজরে ভিভিআইপি প্রার্থী ও আসনের ফলাফল


গত ২১ শে অক্টোবর মহারাষ্ট্রের বিধানসভা সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। রাজ্যের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই সেদিন সন্ধ্যে থেকে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে – সরকার গড়তে চলেছে বিজেপি-শিবসেনা জোট। অনেক পিছিয়ে কংগ্রেস-এনসিপি জোট।

সত্যিই কি হবে মহারাষ্ট্রের ফলাফল। সারাদিনের লাইভ ও টাটকা আপডেট পেতে নজর রাখুন প্রিয় বন্ধুর পেজে। সকালে গণনা শুরু হতেই দুর্দান্ত ফলের ইঙ্গিত দিচ্ছিল বিজেপি-শিবসেনা জোট। কংগ্রেস-এনসিপি মিলেও ৫০ পেরোতে পারছিল না। কিন্তু, বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে – তুলনামূলক ভালো ফল করছে বিরোধীরা। ২০০-এর অনেক আগেই শেষ করতে হতে পারে বিজেপি-শিবসেনা জোটকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষ খবর পাওয়া পর্যন্ত মহারাষ্ট্র বিধানসভার ফলাফল নিম্নরূপ (এগিয়ে ও জয়ী দুই আসন একত্রে ধরে) –
মোট আসন – ২৮৮
গণনা চলছে – ২৮৮
বিজেপি – ১০২
শিবসেনা – ৬০
কংগ্রেস – ৪১
এনসিপি – ৫৫
অন্যান্য – ৩০
(আপাতত পোস্টাল ব্যালট গণনার কাজ শেষ, সব জায়গায় ইভিএম গণনা চলছে)

একনজরে মহারাষ্ট্রের ভিভিআইপি প্রার্থী ও আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ফলাফল –
১. যেভালা – এনসিপি প্রার্থী ছগন ভুজবাল ১২,৮৮০ ভোটে এগিয়ে
২. ওরলি – শিবসেনা প্রার্থী আদিত্য ঠাকরে ৪২,৬৯১ ভোটে এগিয়ে
৩. ভিলে-পার্লে – বিজেপি প্রার্থী পরাগ আলবানী ১৫,৯৭৪ ভোটে এগিয়ে
৪. ভারসোভা – কংগ্রেস প্রার্থী বলদেব খোসা ৩৭১ ভোটে এগিয়ে
৫. শোলাপুর সিটি সেন্ট্রাল – কংগ্রেস প্রার্থী সুশীল শিন্ডে ৫,১৫৪ ভোটে এগিয়ে

৬. শিরুর – এনসিপি প্রার্থী অশোক পাওয়ার ৪১২ ভোটে এগিয়ে
৭. শিরডি – বিজেপি প্রার্থী ভিখে পাটিল ৮২,৪৯৬ ভোটে এগিয়ে
৮. সাংলি – কংগ্রেস প্রার্থী পৃথ্বীরাজ পাটিল ৭,০৯৯ ভোটে পিছিয়ে
৯. রিষদ – নির্দল প্রার্থী অনন্তরাও দেশমুখ ২,৫০৬ ভোটে এগিয়ে
১০. রামটেক – বিজেপি প্রার্থী মল্লিকার্জুন রেড্ডি ১৭,৭৬৮ ভোটে পিছিয়ে

১১. পুরন্দর – কংগ্রেস প্রার্থী সঞ্জয় জগতাপ ২৭,২৪১ ভোটে এগিয়ে
১২. পার্বতী – এনসিপি প্রার্থী অশ্বিনী কদম ২৮,৫৮২ ভোটে পিছিয়ে
১৩. পার্লি – বিজেপি প্রার্থী পঙ্কজা মুন্ডে ২৭,৪৮৫ ভোটে পিছিয়ে
১৪. পালুস-কাদেগাঁও – কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ কদম ১,৬১,১২৭ ভোটে এগিয়ে
১৫. নাগপুর দক্ষিণ-পশ্চিম – বিজেপি প্রার্থী দেবেন্দ্র ফরনবীশ ১১,১৩৪ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!