এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিতে যোগ দিচ্ছেন না ভারতী ঘোষ, স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

বিজেপিতে যোগ দিচ্ছেন না ভারতী ঘোষ, স্পষ্ট করলেন দিলীপ ঘোষ


বিগত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের বদলি আর ইস্তফার খবর নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যেই আজ সকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর রটে যায় ভারতীদেবী চিঠি দিয়ে লিখিতভাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা মুকুল রায়ের কাছে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানান। কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন দিলীপবাবু নিজে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে তাঁকে কোনও চিঠি দেননি ভারতী ঘোষ, চিঠি পাঠানোর বিষয়টি পুরোপুরি ভুল। তিনি সমস্ত রটনাকে উড়িয়ে দিয়ে জানিয়ে দেন, আমার কাছে কেউ কোনও চিঠি দেয়নি, কারোর সঙ্গে কোনও কথা হয়নি।
প্রসঙ্গত, গতকালই বালুরঘাটে ভারতী ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপবাবু জানান, ভারতী ঘোষের যোগদান সংক্রান্ত কোনও খবর আমার কাছে আসেনি। সবই তৈরি করা সংবাদ। ভারতী ঘোষ আমাদের যা কষ্ট দিয়েছেন, ব্যক্তিগতভাবে আমাকে যা কষ্ট দিয়েছেন সেইজন্য কতটা উনি আমাদের দিকে আসবেন, সেটা সন্দেহের ব্যাপার। তবে বিজেপির দরজা সবার জন্য খোলা। তবে দরজায় লাগানো রয়েছে নেট। যেখানে ছেঁকে ও বাছাই করে নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!