এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শীর্ষ নেতৃত্বের অনুরোধে মতবদল? ফের ভোটের লড়াইয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী? খেলা কি ঘুরবে?

শীর্ষ নেতৃত্বের অনুরোধে মতবদল? ফের ভোটের লড়াইয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী? খেলা কি ঘুরবে?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের লড়াইতে আর না নামার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন বাম আমলের রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁর এক সময়ের রাজনৈতিক শিষ্য বলে পরিচিত, পরবর্তীতে গেরুয়া শিবির ভুক্ত নেতা শঙ্কর ঘোষের কাছে বিধানসভা নির্বাচনে তিনি পরাস্ত হন। এরপর তাঁর স্ত্রীর মৃত্যু ঘটে। এরকম পরিস্থিতিতে নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্ত পরিষ্কার জানিয়ে দেন তিনি দলের কাছে।

সম্প্রতি, দলের শীর্ষ নেতৃত্ব তাকে শিলিগুড়ির পুরভোটে লড়াই করার আর্জি জানান। এরপর আজ শিলিগুড়ির পুরভোট নিয়ে বামেদের এক বৈঠক বসেছিল। এই বৈঠকে অশোক ভট্টাচার্য পুরভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। শিলিগুড়ির পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করার পর দেখা গেল পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করবেন অশোক ভট্টাচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অশোক ভট্টাচার্যের এই পদক্ষেপ প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানালেন, এটি দলের ও তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এটি নিয়ে আলাদা করে কোন কিছু বলার প্রয়োজন নেই। সবার ভোটে লড়াই করার যোগ্যতা আছে। এখানে নতুন কিছু নেই।

প্রসঙ্গত, শিলিগুড়ি একসময় লাল দুর্গ বলে পরিচিত ছিল। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন অশোক ভট্টাচার্য। একসময় যাকে উত্তর বঙ্গের মুখ্যমন্ত্রী বলা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি হাতছাড়া হয় বামেদের। পরবর্তীতে এখানে ঘাসফুলের আনাগোনা বাড়ে। সম্প্রতি শিলিগুড়িতে হাত শক্ত করে নিয়েছে গেরুয়া শিবির।

এবার শিলিগুড়ি পুরসভার নির্বাচনে অশোক ভট্টাচার্যকে দাঁড় করিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাম শিবির। কলকাতার পুরভোটে মোট প্রাপ্ত ভোটের বৃদ্ধি যথেষ্ট উজ্জীবিত করেছে বামেদের। ৯ শতাংশ ভোট পাওয়ার পরই তাদের আত্মবিশ্বাস বেড়েছে। তাই একসময়ের শক্তিশালী দুর্গ আবার পুনরুদ্ধারে সচেষ্ট হলো বাম শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!