এখন পড়ছেন
হোম > রাজ্য > তবে কি পঞ্চায়েত প্রচারের স্লোগান পেয়ে গেলেন দিলীপ ঘোষ ?

তবে কি পঞ্চায়েত প্রচারের স্লোগান পেয়ে গেলেন দিলীপ ঘোষ ?

” মোদীর টাকায় ‘মুখার্জীবাবুর’ বড়াইয়ের কথা বলে” পঞ্চায়েতের প্রচার সারবেন দিলীপ ঘোষ ।সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগেই শুরু পঞ্চায়েত ভোট নিয়ে সম্মুখ বাক লড়াই। এদিন বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী দাবি করেন বিরোধিতরা কোথাও নেই। কেননা পঞ্চায়েতে রাজ্য সরকার অনেক ভালো ভালো কাজ করেছে ,অনেক প্রকল্প নিয়েছে ও বাস্তবায়িত করেছে ফলে তৃণমূল-ই জিতবে।বিজেপি কোথাও নেই। তার পাল্টা এদিন দিলেন দিলীপ ঘোষ। এই কথার বিরোধীতা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ”পঞ্চায়েতের যে সব প্রকল্পের সাফল্য মন্ত্রী দাবি করেছেন, তা সবই কেন্দ্রের। দিল্লি টাকা দিয়েছে বলেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। আমরা তাই গ্রামে গিয়ে মোদীর টাকায় ‘মুখার্জীবাবুর’ বড়াইয়ের কথা বলব। আর বলব তৃণমূলের দুর্নীতি-মারামারির কথা।” জবাবে মন্ত্রী সুব্রত বাবু বললেন , ”সম্পূর্ণ স্বচ্ছতায় পৌঁছেছি এটা বলছি না। কিন্তু সম্পদের দায়দায়িত্ব এবং ক্ষমতা তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছচ্ছে।আমাদের দলে এত যুবক রয়েছে। কোথাও টুকটাক কিছু হতে পারে। সে সব নিয়ে হইচইয়ের কিছু নেই।আমি নেতাজি সুভাষচন্দ্র বসু নই, বিধানচন্দ্র রায়ও নই। আমি ক্ষুদ্র মানুষ। কাজই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জায়গায় এনেছে। অনেকে স্বপ্ন দেখছে, ত্রিপুরায় হয়েছে, এখানেও হয়ে যাবে। লাড্ডু খাচ্ছে। আসল লাড্ডু হল পঞ্চায়েত। পঞ্চায়েত সিপিএমকে রেখেছিল। খারাপ কাজের জন্য পঞ্চায়েত সরিয়েও দিয়েছে। আমরা সেই ভুল আর করছি না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!