এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও ব্রাত্য বাংলা, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হল এ রাজ্য

আবারও ব্রাত্য বাংলা, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হল এ রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় প্রকল্প থেকে আবারও দূরে রাখা হলো পশ্চিমবঙ্গকে সম্প্রতি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, শিক্ষাকে সময় উপযোগী করে তোলা, শিক্ষার্থীকে সহজে কর্ম জীবনে পৌঁছে দেওয়া এই সমস্ত কিছু নিয়ে কেন্দ্রীয় সরকার ‘স্ট্রেন্থনিং টিচিং-লার্নিং অ্যান্ড রেজাল্টস ফর স্টেটস’ বা ‘স্টারস’ প্রকল্প চালু করতে চলেছে রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা এই ছটি রাজ্যে। পরবর্তীকালে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, অসম, গুজরাত, তামিলনাডু এই ৫টি রাজ্যে এই প্রকল্প চালু হবার সম্ভাবনা আছে। কিন্তু সম্প্রতি ও পরবর্তী কোন তালিকাতেই নাম নেই পশ্চিমবঙ্গের।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিক্ষার মান উন্নয়ন ও নানাবিধ উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পের সূচনা করতে চলেছে। এই প্রকল্পের শিক্ষার্থীদের গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে পরিকল্পনা নেবেন বিশেষজ্ঞরা। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, কি কি সুবিধা দেওয়া প্রয়োজন । এই সমস্ত কিছু বিষয় দেখা হবে সুচারু ভাবে। সমস্ত কিছু বিচার বিবেচনা করে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শৈশব কাল থেকে পরবর্তী সমস্ত ধাপে শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার মান বাড়ানো হবে। শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে শিক্ষকদেরও সুবিধা মিলবে এতে। শিক্ষকদের দক্ষতা বাড়ানোর প্রচেষ্টা চলবে। শিক্ষক-শিক্ষিকা উভয়কেই দক্ষতা বাড়িয়ে তুলতে বিশেষভাবে সাহায্য করবে এই পদক্ষেপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শিক্ষার্থীদের নানাভাবে শিক্ষাক্ষেত্রে আকর্ষণ করা হবে। স্কুল ছুট পড়ুয়াদের আবার শিক্ষাক্ষেত্রে ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে এই প্রকল্পে। কেন্দ্র সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন যেমন হবে, তেমনি একজন শিক্ষার্থী সহজে জীবিকা নির্বাহ করতে পারবে। এই প্রকল্প শিক্ষাকে অনেক বেশি সময় উপযোগী করে তুলবে ও শিক্ষার্থীদের কর্ম জীবনে সহজে প্রবেশ ঘটিয়ে বেকার সমস্যা হ্রাস করতে সহায়ক হবে।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি রূপায়িত হবে। এই প্রকল্পের জন্য খরচ হতে চলেছে প্রায় ৫৮০০ কোটি টাকা। আপাতত ওই প্রকল্পের আওতাভুক্ত হতে চলেছে দেশের মোট ছটি রাজ্য। এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানালেন, ”
এখন এই ৬ রাজ্যে ‘স্টারস’ প্রকল্প চালু হলেও পরবর্তী সময়ে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, অসম, গুজরাত ও তামিলনাডুতেও একই প্রকল্প চালু হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের টাকায় ওই ৫ রাজ্যে শিক্ষার মানোন্নয়নে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।” তবে, এই প্রকল্প থেকে বাংলার নাম বাদ পড়ায় স্বভাবতই হতাশ বাঙালি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!