এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আবারও গেরুয়া শিবিরে বড়সড় ধাক্কা, হেভিওয়েট বিজেপি নেতা চলে গেলেন তৃণমূলে

আবারও গেরুয়া শিবিরে বড়সড় ধাক্কা, হেভিওয়েট বিজেপি নেতা চলে গেলেন তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটার পর একটা ধাক্কা গেরুয়া শিবিরে। বিধানসভা নির্বাচনের পরে দলের ভাঙন ছিল অবধারিত। আর সেই অনুযায়ী গেরুয়া শিবিরের নীচুতলা থেকে উঁচুতলা- সর্বত্র শুরু হয়েছে ভাঙন। যা এখনও পুরোদমে হয়ে চলেছে রাজ্যের বিভিন্ন অংশে। সম্প্রতি বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য ও ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অবজার্ভার মানস বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবির ছেড়ে চলে গেলেন তৃণমূলে। খুব স্বাভাবিক ভাবেই এই দলবদল গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে। কার্যত যে সাম্প্রদায়িকতার অভিযোগ এতদিন বিজেপির বিরুদ্ধে তুলে আসছে তৃণমূল, সেই সাম্প্রদায়িকতাকেই হাতিয়ার করে বিজেপি ছেড়েদিলেন দীর্ঘ পাঁচ বছরের নেতা।

যদিও মামস বন্দ্যোবাধ্যায় তৃণমূল থেকেও 2016 সালে চলে গিয়েছিলেন বিজেপিতে। সেসময় মানস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পাঁচ বছর কাটতে না কাটতেই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হয়েছে তাঁর। কার্যত শনিবার তৃণমূলে যোগ দিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন মানস ব্যানার্জ্জী এবং তাঁর একাধিক অনুগামীবৃন্দ। এতদিন ধরে মল্লারপুরে বিজেপির মুখ বলতে মানস বন্দ্যোপাধ্যায়কেই মনে করা হতো। পঞ্চায়েত নির্বাচনেও মানস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করে। এবারের বিধানসভা নির্বাচনের আগেও এলাকায় যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আর না। বিজেপির বিরুদ্ধে জাতপাতের রাজনীতির অভিযোগ তুলে এবার মানস ব্যানার্জ্জী গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক চোকালেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনমতেই রাজনীতি করা যায়না। একইসাথে তিনি তৃণমূলের উন্নয়নের কথাও স্বীকার করে নিয়েছেন একবাক্যে। আর তাই তৃণমূলে ফিরেছেন তিনি উন্নয়নের স্বার্থেই বলে জানান। অন্যদিকে ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় জানিয়েছেন, মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও 61 টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করেছে।

খুব স্বাভাবিকভাবেই এই যোগদান প্রসঙ্গে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি গেরুয়া শিবির। তবে গেরুয়া শিবিরের অন্দরে এই দলবদল নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। কার্যত বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর গেরুয়া শিবিরের পায়ের তলা থেকে মাটি যে সরছে, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। এই অবস্থায় বিজেপি কিভাবে ঘুরে দাঁড়াবে, সেটাই এখন লক্ষণীয়। পাশাপাশি এই দলবদল তৃণমূলের যে শক্তিবৃদ্ধি করল তা নিয়েও কোনো সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!