এখন পড়ছেন
হোম > জাতীয় > আবারো উর্দ্ধমূখী করোনা গ্রাফ ! এই রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের !

আবারো উর্দ্ধমূখী করোনা গ্রাফ ! এই রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  কিছু দিনের  জন্য স্বস্তি পেলেও  দেশে করোনা আক্রন্তের সংখ্যা আবারো উর্দ্ধমূখী । ক্রমাগত চোখ রাঙিয়ে রেড়ে চলেছে করোনা সংক্রমণ । ইতিমধ্যে দিল্লিতে যে ভাবে আক্রন্তের সংখ্যা বাড়ছে তাতে আবারো চিন্তার ভাঁজ ফেলেদিচ্ছে সারা দেশজুড়ে । যদিও পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করা যায় এই সম্পর্কে আজ একটি বৈঠক বসছে পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষে।

তবে দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা আবারও নতুন করে মাথাচাড়া দিচ্ছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল । গত 24 ঘন্টায় দেখা গেছে করোনায় আক্রান্ত হয়েছেন 2067 জন । যদিও  করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়াতে কেন্দ্র থেকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সূত্রের খবর এর মধ্যে দিল্লি ,হরিয়ানা , মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশকে বিশেষভাবে সতর্ক করেছে  এমনটা জানা যাচ্ছে ।

দিল্লিতে বেশ কিছুদিন থেকে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই বেড়েছে যার জন্যই এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর আধিকারিকদের কে পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে  নির্দেশ দিয়েছেন বলে জানা যায় । তবে দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের নয়ডা  ও গুরুগ্রামের করোনা সংক্রমণ অনেকটাই বাড়তে শুরু করেছে যার ফলে এই সমস্ত এলাকার একাধিক স্কুলে ক্র সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য সেখানে স্কুলকে আপাতত বন্ধ করে দেয়া হয়েছে ।  সেইসাথে এই সমস্ত এলাকাতে নতুন করে মাক্স বিধিকে আবারও কড়া করা হয়েছে  করোনা সংক্রমণ যাতে দ্রুত গতিতে দেশের সমস্ত জায়গায় ছড়িয়ে না পড়ে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!