এখন পড়ছেন
হোম > জাতীয় > অবসরের পর দ্রুত পেনশনের ব্যবস্থা করতে বিশেষ পদক্ষেপ প্রভিডেন্ট ফান্ড দপ্তরের

অবসরের পর দ্রুত পেনশনের ব্যবস্থা করতে বিশেষ পদক্ষেপ প্রভিডেন্ট ফান্ড দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেক ক্ষেত্রে অবসর নেওয়ার পর পেনশন পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘসময়। ফলে অর্থ সমস্যায় জর্জরিত হতে হয় বহু ব্যক্তিকে। অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের পক্ষ থেকে পেনশন সংক্রান্ত নির্দেশ হাতে পেতে অনেক ক্ষেত্রে একমাস সময় পেরিয়ে যায়। আবার তথ্যের বিভ্রান্তি থাকলে আরো বেশি সময় লেগে যায়। ফলে পেনশন পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়। এবার এই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রভিডেন্ট ফান্ড দপ্তর। এর জন্য একটি নতুন প্রকল্প চালু হয়েছে, যার নাম হল প্রয়াস। অবসরপ্রাপ্তরা যাতে সহজে ও দ্রুত পেনশন পান, সেজন্যই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রভিডেন্ট ফান্ড এর পক্ষ থেকে নিয়োগকারী সংস্থার কাছে চিঠি পাঠানোর কাজও শুরু হয়েছে।

এ প্রসঙ্গে কর্মী প্রভিডেন্ট ফান্ডের সহকারী কমিশনার দেবাশিস সেন জানালেন যে, এখন প্রভিডেন্ট ফান্ডের সমস্ত রেকর্ড কম্পিউটারের নথিপত্র থাকে। এ কারণে কোনো কর্মী যেদিন অবসর নেবেন, সেদিনই তাঁর হাতে পেনশনের অর্ডার তুলে দেওয়া সম্ভব হবে। তবে, এজন্য তাঁর অবসরের অন্তত ১৫ থেকে ৩০ দিন আগে পেনশন সংক্রান্ত আবেদন পত্র পৌঁছে দিতে হবে। আবার, প্রভিডেন্ট ফান্ডের কাছে থাকা বিভিন্ন সংস্থার তথ্য বা নথি দেখার পর যেসব কর্মী অল্পদিনের মধ্যে অবসর নিতে চলেছেন, তাদের পেনশনের দরখাস্ত পাঠাতে সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর ফলে বেশকিছু কর্মীকে তাদের অবসরের দিনই পেনশন পেমেন্ট অর্ডার তুলে দেওয়া সম্ভব হয়েছে। তবে, এই ব্যবস্থাকে আরো ভালোভাবে চালু করতে গেলে নিয়োগকারী সংস্থার সাহায্যের প্রয়োজন আছে। এর সঙ্গে সঙ্গেই অবসরের অন্তত এক মাস আগে সেই ব্যক্তির পেনশনের দরখাস্ত যাতে প্রভিডেন্ট ফান্ড এর কাছে এসে পৌঁছাতে পারে, সে বিষয়টিও নিশ্চিত করার প্রয়োজন আছে।

প্রসঙ্গত, পেনশন পেমেন্ট অর্ডার পেতে গেলে সেই কর্মীর নির্ভুল তথ্য প্রভিডেন্ট ফান্ডের কাছে জমা দিতে হয়। পেনশনের আবেদন জমা দেওয়ার সময় দিতে হয়, তার আধার কার্ডের তথ্য। কিন্তু অনেক সময় দেখা যায় তথ্যের বিভ্রান্তি। সে ক্ষেত্রে পেনশন পেতে সমস্যায় পড়তে হয় সেই ব্যক্তিকে। অবসরের পর প্রভিডেন্ট ফান্ড নিয়েও পড়তে হতে পারে তাকে সমস্যায়। তাই পেনশনের আবেদন জমা দেওয়ার আগেই ইউএএন ব্যবহার করে প্রভিডেন্ট ফান্ডের তথ্য যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে প্রভিডেন্ট ফান্ডের আঞ্চলিক কমিশনার নব্যেন্দু রায় জানালেন যে, প্রভিডেন্ট ফান্ড দপ্তরের তথ্যে যদি কোন ভুল থাকে, তাহলে সেই ভুল সংশোধন করতে সঠিক তথ্য প্রমাণ দিয়ে আবেদন জানাতে হবে প্রভিডেন্ট ফান্ড দপ্তরে সেই কর্মী ও তার সংস্থাকে। আবার আধার কার্ডের তথ্যতে যদি ভুল থাকে, তবে আধার পরিষেবা কেন্দ্রকে তা সংশোধন করে দিতে হবে। প্রসঙ্গত, অবসরের পর কোন কর্মী যাতে দ্রুত তার পেনশন পেতে পারেন, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রভিডেন্ট ফান্ড দপ্তর। এ কারণেই নতুন প্রকল্প আনা হয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!