এখন পড়ছেন
হোম > রাজ্য > মার খাচ্ছে কর্মী, পিছিয়ে আসছে নেতারা, নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিজেপি কর্মীদের

মার খাচ্ছে কর্মী, পিছিয়ে আসছে নেতারা, নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিজেপি কর্মীদের


মার কাছে কর্মী ঘরে বসে নেতা,নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিজেপি কর্মীদের।পঞ্চায়েত নির্বাচন নিয়ে বার বার তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে ,অভিযোগ মারধর করা হচ্ছে কর্মীদের,বেছে বেছে তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে তাই এর প্রতিবাদে স্থানীয় বিজেপি কর্মীরা আজ জলপাইগুড়ি শহর থেকে বারোপেটিয়া পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু কিছুদূর যাবার পর পুলিশ মিছিল আটকে দেয়। জেলা নেতৃত্ব মিছিল আর না এগিয়ে ওখানেই থামিয়ে দেন। এর পরেই একরাশ ক্ষোভ নিয়ে বিজেপির এক কর্মী দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গর্জে ওঠেন।তিনি প্রতিবাদ করে বলেন,“গ্রামে আমরা মার খাচ্ছি। জেলা নেতৃত্ব কী করছে ? আমরা মিছিল নিয়ে এগোতে চাই। আপনারা কেন থামিয়ে দিচ্ছেন ? পুলিশি বাধায় মিছিল না গেলে দলেরই ক্ষতি। যদি ঢুকতে না পারেন তাহলে আপনাদের পদ ছেড়ে দেওয়া উচিত।”এদিকে ওই কর্মীকে শান্ত করে নেতারা জানান যে, “পরিস্থিতি বিচার করে মিছিল না এগোনোই ভালো। পুলিশ প্রশাসন আমাদের পাশে নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!