এখন পড়ছেন
হোম > জাতীয় > গত পাঁচ বছরে কমেছে মাওবাদী কার্যকলাপ, রাজ্য থেকে আধাসেনা সড়াচ্ছে কেন্দ্র

গত পাঁচ বছরে কমেছে মাওবাদী কার্যকলাপ, রাজ্য থেকে আধাসেনা সড়াচ্ছে কেন্দ্র


বিগত পাঁচ বছরে রাজ্যের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বীরভূম প্রভৃতি জেলায় কোনো বৃহৎ আকারে মাওবাদী নাশকতা হয়নি। সেই কারণে কেন্দ্র ঐ জেলা গুলিকে  মাওবাদী অধ্যুষিত জেলার তালিকা থেকে বাদ দিল। কেবলমাত্র ঝাড়গ্রাম দেশের ৯০টি মাওবাদী অধ্যুষিত জেলার মধ্যে রয়ে গেল। কেন্দ্রে এই সিদ্ধান্তে রাজ্যের প্রাশাসনিক কাজে উৎকৃষ্টতার মাণ্যতা দিলেও এরফলে কেন্দ্রের সাহায্য খাতে বরাদ্দের পরিমান কমে যাবে বলে অনুমান করা হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পরে দেশের ১০৬টি নকশাল অধ্যুষিত জেলার পরিকাঠামো উন্নয়নে নিরাপত্তা খাতে অর্থ (এসআরই) দেওয়ার সিদ্ধান্ত নেয়। মাওবাদী এলাকাগুলিতে থানা আধুনিকীকরণ, অত্যাধুনিক হাতিয়ার ছাড়াও ফোনের টাওয়ার বসানো, সড়ক নির্মাণের মতো ক্ষেত্রগুলিতে অর্থ দিয়ে সাহায্য করে থাকত কেন্দ্র। এখন ঐ তালিকা থেকে রাজ্যের বেশ কিছু জেলা কমে যাওয়ার ফলে  ওই খাতে কেন্দ্রীয় বরাদ্দ আগের চেয়ে কমানোর ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। শুধু আর্থিক সাহায্যই নয় রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা মনে করছেন বর্তমানে রাজ্যে মাওবাদী সমস্যা দমনে যে সংখ্যক আধাসেনা মোতায়েন রয়েছে তার একটি বড় অংশকে ফিরিয়ে নেবে কেন্দ্র। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের এক অধিকর্তা জানালেন, ‘মাওবাদী দমনের জন্য আধাসেনা পাঠানো হয়েছে রাজ্যে। এখন রাজ্য যদি মাওবাদী অধ্যুষিত তালিকা থেকেই বাদ যায় তা হলে সেখানে তাদের রাখা অর্থহীন। যে রাজ্যে আধাসেনা প্রয়োজন সেখানে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে আধাসেনা পাঠানো হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!